পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Trinamool Congress: রাজনৈতিক লড়াইয়ে না পেরে অভিষেকের বিরুদ্ধে কুরুচিকর আক্রমণ শুভেন্দুর, অভিযোগ তৃণমূলের - দিলীপ ঘোষ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে কুরুচিকর আক্রমণ করার অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ৷ এই নিয়ে সোমবার পালটা জবাব দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷

Trinamool Congress says Suvendu Adhikari making personal attack after not being able to match Abhishek Banerjee politically
Trinamool Congress: রাজনৈতিক লড়াইয়ে না পেরে অভিষেকের বিরুদ্ধে কুরুচিকর আক্রমণ শুভেন্দুর, অভিযোগ তৃণমূলের

By

Published : Sep 19, 2022, 1:26 PM IST

Updated : Sep 19, 2022, 1:55 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ সোমবার সাংবাদিক বৈঠক করে সেই নিয়ে পালটা জবাব দিলেন তৃণমূলের দুই নেতা শশী পাঁজা ও কুণাল ঘোষ ৷ তাঁদের বক্তব্য, রাজনৈতিক লড়াইয়ে পেরে উঠছে না বলেই অভিষেকের বিরুদ্ধে কুরুচিকর আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

এদিন তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের নেত্রী শশী পাঁজা ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ সাংবাদিক বৈঠকের শুরুতেই একটি ভিডিয়ো দেখানো হয় তৃণমূলের তরফে ৷ সেই ভিডিয়োতে শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে অভিষেকের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলতে ৷

এদিন সেই নিয়েই জবাব দিতে গিয়ে শশী পাঁজা প্রথমেই জানান যে তিনি মন্ত্রী বা তৃণমূলের নেত্রী নয়, একজন মা হিসেবে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছেন ৷ তাঁর বক্তব্য, অভিষেককে আক্রমণ করতে গিয়ে দায়ত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন শুভেন্দু ৷ তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন ৷ এই আক্রমণকে নারীশক্তির অপমান বলেও দাবি করেছেন তিনি ৷

শশী পাঁজার আরও দাবি, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয় ৷ এটা বিজেপির (BJP) ভাবনা ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধেও আক্রমণ করেছেন ৷ তাঁর কটাক্ষ, প্রধানমন্ত্রী সকালে নারীশক্তির কথা বলেন ৷ সন্ধ্যায় ধর্ষকদের ছেড়ে দেন ৷

আরও পড়ুন :বিজেপি-র কেন্দ্রীয় প্রতিনিধিরা 'সাইবেরিয়ার পরিযায়ী' ! কটাক্ষ কুণালের

অন্যদিকে কুণাল ঘোষ এই নিয়ে আক্রমণ করেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ তাঁর কথায়, অভিষেককে যে ভয় পাচ্ছে নরেন্দ্র মোদি ও বিজেপির নেতা, তা স্পষ্ট ৷ কুণালের আরও দাবি, অভিষেক বড় নেতা ৷ নিজেকে তৈরি করছেন ৷ বয়সে তো সে অনেক ছোট ৷ রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে, পিতৃপরিচয় তুলে আক্রমণ ৷

একই সঙ্গে তাঁর কথায়, অভিষেকের দোষ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইপো ৷ ডাক্তারের ছেলে ডাক্তার হলে কি দোষের ! অভিষেককে তো 15 বছরের ছোট ৷ এখনই ভয় পাচ্ছে ৷ 15 বছর পর কী করবে ?

এই নিয়ে সরাসরি তিনি প্রশ্ন করেছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee) ৷ কুণালের প্রশ্ন, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্য়ায় কি সমর্থন করেন ? তাঁর আরও দাবি, এটা রাজনীতির দেউলিয়া অবস্থা ৷

পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, তাঁদের কাছে ব্যক্তিগত আক্রমণ করার মতো অনেক তথ্য আছে ৷ কিন্তু সেগুলি নিয়ে তাঁরা কথা বলতে চান না ৷ তৃণমূলের সৌজন্যকে দুর্বলতা বলে ভাবা উচিত নয় ৷

আরও পড়ুন :পুজোয় নিবিড় জনসংযোগে জোর শাসকদলের, উৎসব মিটলেই শুরু রাজ্য নেতাদের জেলা সফর

Last Updated : Sep 19, 2022, 1:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details