কলকাতা, 11 অক্টোবর : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ঘরে অশান্তি । যদিও এই অশান্তি নতুন নয় । তবে আবার তৃণমূলের দুই প্রথমসারির নেতার বিরোধ প্রকাশ্যে আশায় দলের মধ্যে অস্বস্তি বাড়ল ।
মঙ্গলবার বিধানসভায় শাসকদলের উপ মুখ্য সচেতক তাপস রায় (TMC MLA Tapas Roy) তাঁর নিজের বাড়িতে সাংবাদিকদের ডেকে বিস্ফোরক অভিযোগ করলেন । অভিযোগের কেন্দ্রবিন্দু যিনি, তিনিও উত্তর কলকাতার তৃণমূল সাংসদ । পাশাপাশি তিনি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMC MP Sudip Banerjee) ।
এমনিতে তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব নতুন নয় । কিন্তু মঙ্গলবার উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সাংবাদিকদের সামনে বিজেপি (BJP) নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগ করলেন । একতরফা ভাবেই তিনি জানতে চাইলেন, উত্তর কলকাতার শীর্ষস্থানীয় বিজেপি নেতার বাড়িতে কেন গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় !
এদিন বউবাজারের বাড়িতে সাংবাদিকদের ডেকে তিনি অভিযোগ করেন, দলে এমন অনেক লোক রয়েছেন, যাঁরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন । একই সঙ্গে তাঁরা বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রেখেও চলছেন । তিনি বলেন, ‘‘দলের উচিত এদের সনাক্ত করা এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ।’’