পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mukul Roy : কৃষকবন্ধু নিয়ে ভোলবদল তৃণমূলে ফেরা মুকুলের - নরেন্দ্র মোদি

বিজেপিতে থাকাকালীন মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকবন্ধু প্রকল্পের সমালোচনা করেছেন ৷ তৃণমূলে আসার পর ওই প্রকল্প নিয়ে মমতার প্রশংসায় পঞ্চমুখ হলেন মুকুল ৷

trinamool congress leader mukul roy praise mamata banerjee for farmer welfare scheme
Mukul Roy : দলবদলাতেই কৃষকবন্ধু নিয়ে মুকুলের ভোলবদল

By

Published : Jun 17, 2021, 9:03 PM IST

কলকাতা, 17 জুন : দলবদলাতেই ভোলবদল ৷ ভোটের আগে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকবন্ধু প্রকল্পের সমালোচনা করতেন মুকুল রায় ৷ এবার তৃণমূলে যোগ দিয়ে কৃষকদের জন্য মমতার এই প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ হলেন মুকুল রায় ৷

ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেস কৃষকবন্ধু প্রকল্পে কৃষকদের জন্য টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ সেই মতো বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের ভাতা দ্বিগুণ করার কথা ঘোষণা করা হয় ৷ আগে কৃষকরা বার্ষিক 5 হাজার টাকা করে পেতেন ৷ এবার থেকে 10 হাজার টাকা করে পাবেন ৷ এছাড়া এক একরের থেকে কম জমি রয়েছে যাঁদের, এবার থেকে তাঁরা বার্ষিক 4 হাজার টাকা ভাতা পাবেন ৷

আরও পড়ুন :মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে কাল স্পিকারের দ্বারস্থ হচ্ছে বিজেপি

এই নিয়ে বৃহস্পতিবার টুইট করেন মুকুল রায় ৷ তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আবার কৃষকবন্ধু প্রকল্প চালু করল ৷ এবার কৃষকদের ভাতা দ্বিগুণ করা হল ৷ কৃষকদের কল্যাণে এটা যুগান্তকারী পদক্ষেপ ৷

উল্লেখ্য, কৃষকদের জন্য একটি প্রকল্প কেন্দ্রীয় সরকারেরও আছে ৷ সেই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি ৷ ওই প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হয়নি ৷ এই নিয়ে বারবার বিজেপি নেতারা মমতাকে আক্রমণ করেছেন ৷ কৃষকদের মমতার সরকার বঞ্চিত করছে বলেও বহুবার অভিযোগ করেছেন বিজেপির নেতারা ৷

আরও পড়ুন :মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করল স্বরাষ্ট্রমন্ত্রক

ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবার বিজেপি বাংলায় ক্ষমতায় এলে গত তিন বছরের সঙ্গে এই বছরের কিষান সম্মাননিধির টাকা দেওয়া হবে ৷ বিজেপি ক্ষমতায় আসেনি ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় প্রকল্পের অনুমতি দিয়েছেন ৷ তাই কেন্দ্রের তরফেও এবার ওই প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

এদিনের টুইটে অবশ্য সেই বিষয়ে কোনও কথা লেখেননি মুকুল রায় ৷ তবে ভোটের প্রচারে মোদি সরকারের ওই প্রকল্প চালু করতে না দেওয়ার জন্য একাধিক মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন মুকুল রায় ৷

আরও পড়ুন :আরএসএস-র রিপোর্ট পেয়েই বিধানসভা নির্বাচনে মুকুলকে নিষ্ক্রিয় ?

কিন্তু এখন তিনি আর বিজেপির সদস্য নন ৷ বিজেপির টিকিটে ভোটে জিতে তিনি যোগদান করেছেন তৃণমূলে ৷ তিনি এখন পুরোদস্তুর তৃণমূল নেতা ৷

ABOUT THE AUTHOR

...view details