কলকাতা, 17 জুন : দলবদলাতেই ভোলবদল ৷ ভোটের আগে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকবন্ধু প্রকল্পের সমালোচনা করতেন মুকুল রায় ৷ এবার তৃণমূলে যোগ দিয়ে কৃষকদের জন্য মমতার এই প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ হলেন মুকুল রায় ৷
ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেস কৃষকবন্ধু প্রকল্পে কৃষকদের জন্য টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ সেই মতো বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের ভাতা দ্বিগুণ করার কথা ঘোষণা করা হয় ৷ আগে কৃষকরা বার্ষিক 5 হাজার টাকা করে পেতেন ৷ এবার থেকে 10 হাজার টাকা করে পাবেন ৷ এছাড়া এক একরের থেকে কম জমি রয়েছে যাঁদের, এবার থেকে তাঁরা বার্ষিক 4 হাজার টাকা ভাতা পাবেন ৷
আরও পড়ুন :মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে কাল স্পিকারের দ্বারস্থ হচ্ছে বিজেপি
এই নিয়ে বৃহস্পতিবার টুইট করেন মুকুল রায় ৷ তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আবার কৃষকবন্ধু প্রকল্প চালু করল ৷ এবার কৃষকদের ভাতা দ্বিগুণ করা হল ৷ কৃষকদের কল্যাণে এটা যুগান্তকারী পদক্ষেপ ৷
উল্লেখ্য, কৃষকদের জন্য একটি প্রকল্প কেন্দ্রীয় সরকারেরও আছে ৷ সেই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি ৷ ওই প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হয়নি ৷ এই নিয়ে বারবার বিজেপি নেতারা মমতাকে আক্রমণ করেছেন ৷ কৃষকদের মমতার সরকার বঞ্চিত করছে বলেও বহুবার অভিযোগ করেছেন বিজেপির নেতারা ৷