পশ্চিমবঙ্গ

west bengal

দলবদলেও বাঁচবে কি, শুভেন্দুকে হুঁশিয়ারি কুণালের

By

Published : Jul 2, 2021, 4:25 PM IST

কুণাল ঘোষ সারদা কাণ্ডে অভিযুক্ত হয়ে জেল খেটেছেন ৷ তাই তাঁকে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ এবার পালটা জবাব দিলেন তৃণমূলের মুখপাত্র ৷

trinamool-congress-leader-kunal-ghosh-slams-suvendu-adhikari-on-corruption-issue
দলবদলেও বাঁচবে কি, শুভেন্দুকে হুঁশিয়ারি কুণালের

কলকাতা, 2 জুলাই : সারদা কাণ্ডে (Saradha Case) গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ দীর্ঘ সময় তাঁকে কারাগারের অন্তরালে থাকতে হয় ৷ সম্প্রতি এই বিষয়টি উল্লেখ করে তাঁর উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এবার বিধানসভার বিরোধী দলনেতাকে (Leader of Opposition) পালটা জবাব দিলেন কুণাল ঘোষ ৷

শুক্রবার এই ইস্যুতে কুণাল ঘোষ টুইট করেন ৷ আর সেখানে শুভেন্দুকে জবাব দিতে গিয়ে টেনে আনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের প্রসঙ্গ ৷ তিনি শুভেন্দু অধিকারীকে ভাই সম্বোধন করে টুইটারে লিখেছেন, ‘‘আমি জেলে গিয়েছিলাম বলে তুমি নাকি উত্তর দাওনি ৷ তা যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরোলে, তিনিও তো জেলেই ছিলেন ৷’’

আরও পড়ুন :বিধানসভায় অধিবেশনের শুরুতেই বিজেপির বিক্ষোভ, চার মিনিটেই শেষ রাজ্যপালের ভাষণ

এখানে উল্লেখ করা প্রয়োজন যে বৃহস্পতিবার দিনভর শুভেন্দু অধিকারী নয়াদিল্লিতে ছিলেন ৷ দুপুরে তিনি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷ সেই বৈঠকের প্রসঙ্গ তুলেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ আর এর সঙ্গে তিনি জুড়েছেন গুজরাট হিংসায় অভিযুক্ত হয়ে অমিত শাহের জেলে যাওয়ার প্রসঙ্গটি ৷ কুণাল ঘোষের দাবি, শুভেন্দুর এই আচরণ ছেলেমানুষির সামিল ৷

এর পর তিনি হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ৷ তিনি লিখেছেন, ‘‘দলবদলেও বাঁচবে কি ? কোন জেলে থাকবে, এখন থেকে ঠিক করে রাখো ৷ দিন গোনা শুরু ৷’’ কিন্তু কোন অভিযোগে শুভেন্দুর জেলযাত্রার পথ প্রশস্ত হচ্ছে, তা অবশ্য স্পষ্ট করেননি কুণাল ঘোষ ৷

আরও পড়ুন :বিজেপির বাধায় প্রথম দিনই তপ্ত বিধানসভা, 'স্বৈরতান্ত্রিক' সরকারের বিরুদ্ধে সরব শুভেন্দু

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী নারদ মামলায় অভিযুক্ত ৷ তাঁর বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই ৷ তৃণমূলের অভিযোগ, তদন্তে ছাড় পেতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করেছেন শুভেন্দু ৷ অন্যদিকে সাম্প্রতিক বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর কাঁথিতে শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ দায়ের হয় ৷ তাঁর বিরুদ্ধে ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ উঠেছে ৷

ABOUT THE AUTHOR

...view details