ব্যারাকপুর, 5 জুলাই : গুলিবিদ্ধ হলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিদায়ি কাউন্সিলর চম্পা দাস । তাঁর বাঁ পায়ে গুলি লেগেছে । ঘটনাস্থানে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ । জখম চম্পা দাসকে প্রথমে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে । সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ।
ব্যারাকপুরে বাড়ির বাইরে তৃণমূল কাউন্সিলরকে গুলি - ব্যারাকপুরে অপরাধের খবর
গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর । ব্যারাকপুরের ওই মহিলা তৃণমূল কাউন্সিলরের পায়ে গুলি করে দুষ্কৃতী ।
ইছাপুরের মায়াপল্লিতে বাড়ি চম্পা দাসের ৷ জানা গেছে, শনিবার রাতে তিনি বাড়িতে টিভি দেখছিলেন । বাড়ির বাইরের দরজায় তিনি কিছুর একটা শব্দ শোনেন । কীসের শব্দ দেখতে বাইরে বেরিয়ে আসেন । সেই সময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । তারপর বাইকে করে আসা দুই দুষ্কৃতী সেখান থেকে চম্পট দেয় ।
দুষ্কৃতীদের ছোড়া গুলি তৃণমূল কাউন্সিলরের বাঁ পায়ে লাগে । তড়িঘড়ি তাঁকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে কলকাতায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে কেন গুলি চালাল, তা তদন্ত করছে নোয়াপাড়া থানার পুলিশ ।