কলকাতা, 2 সেপ্টেম্বর : বেনজির কটাক্ষ, সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড তৃণমূলের (Trinamool Congress) । কেন্দ্রীয় সংস্থাগুলি বিজেপির (BJP) হাতের পুতুল । অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) শুক্রবার যখন তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate), সেদিনই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও একবার সরব হল রাজ্যের শাসকদল । বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে বলে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ইডি এবং সিবিআইকে (CBI) আক্রমণ শানিয়েছে তৃণমূল ।
শুক্রবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়, এটা লজ্জার যে কেন্দ্রীয় এজেন্সিগুলি বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে । যখনই বিজেপি শঙ্কিত হয়ে পড়ে, মেরুদণ্ড এবং সততা বিক্রি করেনি যারা, তাদের দিকে এই তোতাপাখিদের ছেড়ে দেয় ।
শুধু দলীয়ভাবে নয়, এদিন একাধিক সাংসদ ও বিধায়ক এই নয়া স্লোগানকে সামনে রেখে সরব হয়েছেন । একই সঙ্গে ছাত্র-যুবরা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ পাপেটস অফ বিজেপি (#PuppetsofBJP) বলে বলে সরব হয়েছেন । তৃণমূলের সমস্ত বিধায়ক, সাংসদ-সহ সাংগঠনিক ব্যক্তিরা এই প্রচার করছেন ।