পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Trinamool Congress: নবান্ন অভিযানে পুলিশ অফিসারদের খুনের ছক ছিল বিজেপির, তোপ তৃণমূলের - বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা

মঙ্গলবার নবান্ন অভিযান করে বিজেপি (BJP) ৷ সেই অভিযানে ধুন্ধুমার হয় ৷ পুলিশ আধিকারিকদের মারধরের অভিযোগ ওঠে ৷ সেই নিয়ে শনিবার তৃণমূলের (Trinamool Congress) দাবি, নবান্ন অভিযানে পুলিশ অফিসারদের খুনের ছক ছিল বিজেপির ৷

trinamool-congress-claims-bjp-intended-to-murder-police-officers-during-nabanna-abhijan
Trinamool Congress: নবান্ন অভিযানে পুলিশ অফিসারদের খুনের ছক ছিল বিজেপির, তোপ তৃণমূলের

By

Published : Sep 17, 2022, 8:30 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) আহত বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের অবস্থা দেখতে শনিবার একাধিক জায়গায় যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি । বাংলার অবস্থান দেখে সেই রিপোর্ট তাঁরা তুলে দেবেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডাকে (BJP National President JP Nadda) । ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মতে, বাংলায় জঙ্গলরাজ চলছে । আর এই নিয়েই জবাব দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।

এই বিষয়ের মন্ত্রী ড. শশী পাঁজা প্রশ্ন তোলেন, "তাঁরা তাঁদের দলের আহত কর্মী ও নেতাদের দেখতে যাচ্ছেন । কিন্তু কেন তাঁরা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করা থেকে বিরত হলেন ? যাঁকে বিজেপির ক্যাডাররা মেরে ফেলার চেষ্টা করেছিল ৷ অনেক বিষয় থাকে, যেখানে নারী অধিকার কমিশন বা শিশু অধিকার কমিশনকে দেখা যায় না । দেশকে রক্ষা বা সেবা করার কোনও উদ্বেগ নেই ৷ আপনারা সুশাসন থেকে অনেক দূরে চলে গিয়েছেন ।"

পাশাপাশি বাংলায় জঙ্গলরাজ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ । তিনি বলেন, “বিজেপি 13 সেপ্টেম্বর নবান্ন অভিযানের মারফত পুলিশ অফিসারদের হত্যা করার চেষ্টা করেছিল । আহত হয়েছেন 27 জন পুলিশ কর্মী । ব্যাহত হয়েছে মানুষের দৈনন্দিন জীবন । ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির উচিত বড়বাজার এবং হাওড়ার ব্যবসায়ীদের কাছ থেকে বিবৃতি নেওয়া । বিজেপি ক্যাডাররা কীভাবে তাদের জীবনকে ব্যাহত করেছে ওইদিন ।’’

তিনি আরও বলেন, ‘‘বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির উচিত শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) জিজ্ঞাসা করা যে কেন তিনি পুলিশ ভ্যানে গিয়ে আত্মসমর্পণ করলেন । বিজেপি বিধানসভায় এই সমস্যাটি উত্থাপন করেছিল ৷ কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য হাউসে যথেষ্ট নেতা ছিল না ৷"

প্রসঙ্গত, বিজেপি পাঁচ সদস্য়ের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করে ৷ সেই দলই শনিবার কলকাতায় এসে বিভিন্ন জায়গায় দলের কর্মীদের সঙ্গে দেখা করে ৷ রাজ্যসভায় বিজেপির সাংসদ ব্রিজ লাল জানান, পুলিশের অত্যাচারের কথা শুনে তাঁরা বিস্মিত ৷ বাংলায় জঙ্গলরাজ চলছে ৷ পুলিশ দলদাস হয়ে গিয়েছে ৷ একনায়কতন্ত্র চলছে বাংলায় ৷

আরও পড়ুন :নবান্ন অভিযানে আহত মীনাদেবীর বাড়িতে নাড্ডার প্রতিনিধি দল, গেল মেডিকেলেও

ABOUT THE AUTHOR

...view details