কলকাতা, 17 সেপ্টেম্বর : নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) আহত বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের অবস্থা দেখতে শনিবার একাধিক জায়গায় যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি । বাংলার অবস্থান দেখে সেই রিপোর্ট তাঁরা তুলে দেবেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডাকে (BJP National President JP Nadda) । ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মতে, বাংলায় জঙ্গলরাজ চলছে । আর এই নিয়েই জবাব দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।
এই বিষয়ের মন্ত্রী ড. শশী পাঁজা প্রশ্ন তোলেন, "তাঁরা তাঁদের দলের আহত কর্মী ও নেতাদের দেখতে যাচ্ছেন । কিন্তু কেন তাঁরা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করা থেকে বিরত হলেন ? যাঁকে বিজেপির ক্যাডাররা মেরে ফেলার চেষ্টা করেছিল ৷ অনেক বিষয় থাকে, যেখানে নারী অধিকার কমিশন বা শিশু অধিকার কমিশনকে দেখা যায় না । দেশকে রক্ষা বা সেবা করার কোনও উদ্বেগ নেই ৷ আপনারা সুশাসন থেকে অনেক দূরে চলে গিয়েছেন ।"
পাশাপাশি বাংলায় জঙ্গলরাজ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ । তিনি বলেন, “বিজেপি 13 সেপ্টেম্বর নবান্ন অভিযানের মারফত পুলিশ অফিসারদের হত্যা করার চেষ্টা করেছিল । আহত হয়েছেন 27 জন পুলিশ কর্মী । ব্যাহত হয়েছে মানুষের দৈনন্দিন জীবন । ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির উচিত বড়বাজার এবং হাওড়ার ব্যবসায়ীদের কাছ থেকে বিবৃতি নেওয়া । বিজেপি ক্যাডাররা কীভাবে তাদের জীবনকে ব্যাহত করেছে ওইদিন ।’’