কলকাতা, 13 সেপ্টেম্বর : নবান্ন (Nabanna) অভিযানে যোগ দিতে যাওয়ার পথে কলকাতা পুলিশ (Kolkata Police) আটক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ৷ তার পর তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয় ৷ হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের করা একটি ফেসবুক পোস্টে শুভেন্দুকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় ৷
আর সেই নিয়েই নন্দীগ্রামের (Nandigram) বিরুদ্ধে তোপ দাগল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ ওই ভিডিয়োর একটি অংশ নিয়ে মঙ্গলবার টুইট করেছে তৃণমূল কংগ্রেস ৷ সেখানে লেখা হয়েছে যে শুভেন্দু অধিকারী লালবাজার (Lalbazar) থেকেই পুলিশকে হুমকি দিচ্ছে ৷ তৃণমূলের প্রশ্ন, এর মানে কি ? ইডি ও সিবিআই ছাড়া কি বিজেপির নিয়ন্ত্রণে আছে কি ? বিজেপির কাছ থেকে কি সুবিচার পাওয়া যায় ?