পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Municipal Corporation : কলকাতার নাগরিকদের মধ্যে বাড়ছে ই-পেমেন্টের ঝোঁক - কলকাতার নাগরিকদের মধ্যে বাড়ছে ইপেমেন্টের ঝোঁক

দিন দিন কলকাতা পৌরনিগমে অনলাইন পেমেন্টের সংখ্যা বাড়ছে (Trend of epayment increasing among citizens of Kolkata)। তেমনটাই বলছে পৌরনিগমের তথ্য (Kolkata Municipal Corporation)।

Trend of epayment increasing among citizens of Kolkata
Kolkata Municipal Corporation

By

Published : May 24, 2022, 10:36 PM IST

কলকাতা, 24 মে : দিন দিন কলকাতা পৌরনিগমে অনলাইন পেমেন্টের সংখ্যা বাড়ছে (Trend of epayment increasing among citizens of Kolkata)। তেমনটাই বলছে পৌরনিগমের তথ্য । জানা গিয়েছে, 2021 এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের এপ্রিলে অনলাইন পেমেন্ট বেড়েছে প্রায় 116 শতাংশ । আয়ও বেড়েছে বেশ খানিকটা ।

করোনাকাল থেকেই অনলাইন লেনদেনে যেমন কর্তৃপক্ষ উৎসাহ দিয়েছে, তেমনই তাল মিলিয়ে সাড়া দিয়েছেন নাগরিকরা । পৌরনিগম সূত্রে খবর, 2021 এপ্রিলে বিভিন্ন খাতে অনলাইন পেমেন্টের মাধ্যমে আয় হয় 70 কোটি 74 লক্ষ টাকা । সেই হিসাবে 2022-এর এপ্রিলের মধ্যে 152 কোটি 46 লক্ষ টাকা অনলাইনে পেমেন্ট করেছেন নাগরিকরা । এপ্রিলে অনলাইন এবং অফলাইন মাধ্যমে জমা পড়েছিল 281 কোটি টাকা । আয়ের অর্ধেকের বেশি টাকা অনলাইনে জমা পড়েছে । কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) হিসাব অনুযায়ী, গত বছর এপ্রিলে অনলাইন পেমেন্টে জমা পড়া অর্থের 34 শতাংশই হয়েছে ই-পেমেন্ট মারফত । এবছর সেই হার বেড়ে হয়েছে প্রায় 116 শতাংশ ।

আরও পড়ুন :KMC Biodiversity Report : কলকাতা জীববৈচিত্রে রিপোর্ট প্রকাশ পৌরনিগমের

পৌরনিগমের আধিকারিকরা জানান, করোনার সময় সব বন্ধ থাকায় পৌরনিগমের আয় তলানিতে ঠেকেছিল । টুকটাক ক্ষেত্রে অনলাইন পেমেন্ট করার সুযোগ থাকলেও নাগরিকরা সেই সুযোগ নিতেন না । তবে করোনার সময় মানুষ আসতে না পারায় অনলাইন পরিষেবার ওপর কর্তৃপক্ষ জোর দেন । লাগাতার প্রচারের সঙ্গে সঙ্গেই বিভিন্ন পরিষেবা অনলাইন করা হয় । সম্পত্তি কর প্রদান, মিউটেশন থেকে শুরু করে ট্রেড লাইসেন্সেও অনলাইনে করে দেওয়া হয় । ফলে এক ক্লিকেই মানুষ বাড়ি বসে টাকা জমা করার ক্ষেত্রে আর কোনও অসুবিধা থাকে না । অন্য দিকে দীর্ঘ লাইন দেওয়া বা বারে বারে ঘুরে যাওয়ার হয়রানির হাত থেকেও নাগরিকরা রেহাই পান ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details