পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Uttarakhand Disaster: প্রকৃতি খামখেয়ালি, তাই সাবধানের মার নেই, সতর্কবার্তা এভারেস্ট জয়ী পুলিশ কর্তার - Natural Calamity

উজ্জ্বলবাবুর মতে, ট্রেকিংয়ে যাওয়ার আগে অন্তত মাস খানেক আগে থেকে মানসিক এবং শারীরিক প্রস্তুতি নেওয়া প্রয়োজন ৷ ধৈর্য ধরতে জানা চাই ৷ টাকার প্রশ্ন জড়িয়ে রয়েছে বলে বিপদ মাথায় নিয়েও উঁচুতে পৌঁছতে চান অনেকে ৷ তা থেকেও সাবধান করেছেন উজ্জ্বলবাবু ৷

trekkers-must-have-proper-training-before-any-adventure-says-everest-return-ujjwal-roy
উজ্জ্বল রায় ।

By

Published : Oct 26, 2021, 6:07 PM IST

Updated : Oct 26, 2021, 7:57 PM IST

কলকাতা, 26 অক্টোবর: বছরভর গালভরা প্রতিশ্রুতি দিলেও, জলবায়ু পরিবর্তন নিয়ে কোনও উদ্যোগই চোখে পড়ে না । বরং পাহাড়-জঙ্গল সাফ করে উন্নয়নের নিত্য নতুন খতিয়ান চোখে পড়ে । সম্প্রতি উত্তরাখণ্ডে ঘটে যাওয়া বিপর্যয়কে প্রাকৃতিক বিপর্যয় বলে দাগিয়ে দেওয়ায় তাই আপত্তি শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে । তবে বিপর্যয়ের ফলে যে মৃত্যুমিছিল চলছে, তার জন্য পর্বত অভিযাত্রীদের দায়ও কিছু কম নয় বলে মনে করছেন এভারেস্ট জয়ী পর্বতারোহী তথা কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উজ্জ্বল রায় ।

উত্তরাখণ্ড থেকে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে এ রাজ্যের 10 জন অভিযাত্রীর মৃত্যুর খবর মিলেছে । এঁদের মধ্যে 5 জনের দেহ ফিরিয়ে আনা হয়েছে সোমবার ৷ মঙ্গলবার উদ্ধার হওয়া আরও 5টি দেহ শীঘ্রই ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে ৷ উৎসবের আবহে পর্বত অভিযাত্রীদের এই মৃত্যুমিছিলে শোকের ছায়া গোটা রাজ্যে ৷ এমন পরিস্থিতিতে ইটিভি ভারত-কে দেওয়া সাক্ষাৎকারে পর্বত অভিযান এবং তার পিছনে লুকিয়ে থাকা বিপদ নিয়ে মানুষকে আরও বেশি সচেতন হওয়ার বার্তা দিলেন উজ্জ্বলবাবু ৷

আরও পড়ুন:Uttarakhand Disaster : উত্তরাখণ্ডে হিমবাহ থেকে আরও 5 বাঙালি অভিযাত্রীর দেহ উদ্ধার, নিখোঁজ গাইড

বার বার এই ধরনের বিপর্যয়ের কারণ জানতে চাইলে উজ্জ্বলবাবু বলেন, ‘‘আগু পিছু ভাবা নেই ৷ নেই সঠিক পরিকল্পনা ৷ ফেসবুকে বন্ধু পাতিয়ে পাঁচ মিনিটে ঠিক হয়ে যাচ্ছে, ট্রেকিংয়ে যেতে হবে , যেটা সবচেয়ে বড় ভুল ৷ কোনও কিছু করার আগে, উপযুক্ত প্রশিক্ষণ এবং মানসিক প্রস্তুতির প্রয়োজন ৷ প্রয়োজন পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা ৷ উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে শেখা ৷ এ ক্ষেত্রে অনেকেই তা করেন না ৷ ট্রেকিংয়ে যাওয়ার জন্য কড়া প্রস্তুতি, পড়াশোনা প্রয়োজন ৷ ভাল প্রশিক্ষক থাকা চাই ৷ নইলে চোখের পলকে প্রাণ চলে যেতে পারে ৷’’

রাজ্য সরকার পর্বত অভিযানের জন্য প্রযোজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করলেও, অনেকে সে ব্যাপারে অবগতই নয়, আবার জানলেও অনেকে সে সবের তোয়াক্কা না করেই বেরিয়ে পড়েন বলেও মনে করেন উজ্জ্বলবাবু ৷ তাঁর কথায়, ‘‘রাজ্য সরকারের একাধিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ৷ সেখানেই সব শেখা যায় ৷ মনে রাখতে হবে, প্রকৃতির সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকাটা একান্ত প্রয়োজন ৷ কারণ প্রকৃতি জয়ে বেরিয়ে পড়লেও, আমরা কেউই প্রকৃতির চেয়ে বড় নই ৷ শুধু রাজ্য কেন, কেন্দ্রীয় সরকারেরও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ৷ নথিভুক্তকরণের ব্যবস্থা রয়েছে ৷ কিন্তু অনেকেই না বলে অভিযানে বেরিয়ে পড়েন ৷ তাই কোন তারিখে, কত জন, কোথায় গেলেন, তার হদিশই পাওয়া যায় না ৷ যখন খবর মেলে, তখন আর কিছুই করার থাকে না ৷’’

প্রকৃতি খামখেয়ালি, তাই সাবধানের মার নেই, সতর্কবার্তা এভারেস্ট জয়ী পুলিশ কর্তার

আরও পড়ুন:Gariahat Double Murder : ক্রাইম থ্রিলার দেখে ট্রেনিং, এখনও পলাতক অভিযুক্ত ভিকি হালদার

উজ্জ্বলবাবুর মতে, ট্রেকিংয়ে যাওয়ার আগে অন্তত মাস খানেক আগে থেকে মানসিক এবং শারীরিক প্রস্তুতি নেওয়া প্রয়োজন ৷ ধৈর্য ধরতে জানা চাই ৷ টাকার প্রশ্ন জড়িয়ে রয়েছে বলে বিপদ মাথায় নিয়েও উঁচুতে পৌঁছতে চান অনেকে ৷ তা থেকেও সাবধান করেছেন উজ্জ্বলবাবু ৷ তার কথায়, ‘‘বিপদ বুঝে অনেক সময় ট্রেনার বারণ করেন ৷ কিন্তু মানুষ ভাবেন, টাকা দেওয়া আছে যখন উঠব না কেন? না উঠলে টাকাটা জলে যাবে ৷ আগে উঠি, পরে দেখা যাবে ৷ এই মানসিকতার জন্যই বরফের চাদরের নীচে না জানি কত পর্বতারোহীর নিথর দেহ পড়ে রয়েছে ৷ আজও তাঁদের হদিশ মেলেনি ৷’’ উজ্জ্বলবাবুর সাফ কথা, প্রকৃতি নিজের নিয়মেই চলে ৷ কিন্তু সাবধানের মার নেই ৷

Last Updated : Oct 26, 2021, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details