কলকাতা, 19 অক্টোবর : টালা ব্রিজ বন্ধ ৷ হয়রানির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের৷ পাশাপাশি ঘুরপথে যাতায়াত করার জন্য অসন্তোষ বেড়েছে বাস মালিকদের মধ্যেও ৷ তাই এবার আরও বেশি বাস চালাবার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দপ্তর । বাস চলাচলের সুবিধার জন্য বিকল্প পথের কথাও ভাবা হচ্ছে । উত্তর 24 পরগনার সোদপুর ও ব্যারাকপুর থেকে শহরে প্রবেশের সব চেয়ে গুরুত্বপূর্ণ যোগসূত্র এই টালা ব্রিজ । সেতুটি বন্ধ থাকার ফলে যাতে যাত্রীদের কোন রকম অসুবিধা না হয় সেই বিষয়টি মাথায় রাখা হচ্ছে বলে জানান রাজ্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুধু তাই নয় শ্যামবাজার, সিঁথি, বি টি রোড, ডানলপ, দমদম চিড়িয়ামোড়ের মতো বিশেষ রাস্তাগুলির সঙ্গে যোগ করে টালা ব্রিজ । মালবাহী গাড়িগুলিকে এখন কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ঘোরানো হচ্ছে । বর্তমানে পরিবহন দপ্তর ওই সেতু বন্ধ হয়ে যাওয়ার পর যাত্রীদের সুবিধার জন্য 28টি 34 আসনের বাস চালাচ্ছে। মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,''কালীপুজোর আগে ওই রুটে আরো 50টি বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 1 নভেম্বর থেকে ওই রাস্তাতেই পূর্বের ভাড়ায় আরও 100টি বাস, 24 আসনের মিনিবাস চালাব সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।''