লকডাউনে জরুরি পরিষেবা দিচ্ছে পরিবহন দপ্তর
পরিযায়ী শ্রমিক, পড়ুয়া, তীর্থযাত্রীদের ফিরিয়ে আনা ও জরুরি পরিষেবা দিতে STU-র তরফে WBSTC, SBSTC ও NBSTC-র 2300 বাস চালানো হয়েছে। সবরকম স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখেই যাত্রীদের নিয়ে আসছে বাসগুলি।অন্যদিকে পরিবহন দপ্তরের আওতায় থাকা পরিবহন ডিরেক্টরেট 260টি বেসরকারি গাড়ি অধিগ্রহণ করেছে। কোরোনা মোকাবিলায় ফ্রন্টলাইন কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য প্রতিদিন 100 টি গাড়ি দিচ্ছে পরিবহন দপ্তর ।
কলকাতা,10 মে : কোরোনা মোকাবিলায় রাজ্য পরিবহন দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্য থেকে নিয়ে এসে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া থেকে শুরু করে জরুরি পরিষেবার জন্য নিয়মিত বাস চালানো ব্যবস্থা করেছে রাজ্য পরিবহন দপ্তর ।
পরিবহন দপ্তর সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক, পড়ুয়া, তীর্থযাত্রীদের ফিরিয়ে আনতে STU-র তরফে WBSTC, SBSTC ও NBSTC-র 2300 বাস চালানো হয়েছে। সবরকম স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখেই যাত্রীদের নিয়ে আসছে বাসগুলি। পাশাপাশি জরুরি পরিষেবা দিচ্ছে পরিবহন দপ্তর । অন্যদিকে পরিবহন দপ্তরের আওতায় থাকা পরিবহন ডিরেক্টরেট 260টি বেসরকারি গাড়ি অধিগ্রহণ করেছে। এই গাড়িগুলিতে বিভিন্ন সময় প্রায় 7500 জন যাতায়াত করেছে।পাশাপাশি লকডাউন পরিস্থিতিতে জরুরি পরিষেবা বজায় রাখতে প্রতিদিন প্রায় 80টি গাড়ি চালাচ্ছে পরিবহন দপ্তর।
অন্যদিকে কোরোনা মোকাবিলায় ফ্রন্টলাইন কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য প্রতিদিন 100 টি গাড়ি দিচ্ছে পরিবহন দপ্তর । কোরোনা মোকাবিলায় 24 ঘন্টা কাজ করে চলেছেন পৌরনিগম, স্বাস্থ্য বিভাগ সহ কিছু জরুরি বিভাগের কর্মীরা । তাঁদের যাতায়াতের সুবিধার জন্য প্রতিদিন 100 টি গাড়ি দিচ্ছে পরিবহন দপ্তর। এছাড়াও পরিবহন দপ্তর সূত্রে খবর যে ইতিমধ্যেই পরিবহন কর্মীদের মধ্যে 3000 PPE,হ্যান্ড গ্লাভস, ফেস শিল্ড, সহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়েছে । অন্যদিকে যাত্রী ও বাসকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য 150টি স্যানিটাইজিং মেশিন ও থার্মাল গান দান করা হয়েছে।