কলকাতা, 7 অগস্ট: রাজ্যের ট্রান্সজেন্ডার ডেভলপমেন্ট বোর্ডের নানা অনিয়মের বিরুদ্ধে এবং নিজেদের দাবি আদায়ে পথে নামলেন সমকামী, রূপান্তরকামী-সহ তৃতীয় লিঙ্গের মানুষেরা (demands of Transgenders)। তাঁদের এই প্রতিবাদকে কেন্দ্র করে উঠে এসেছে কেন্দ্র ও রাজ্যের সংঘাতের বিষয়টি ৷ আন্দোলনকারীদের অভিযোগ, এই রাজ্যে শিক্ষাক্ষেত্র ও কর্মক্ষেত্রে সংরক্ষণ থেকে শুরু করে পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রেও তাঁরা বঞ্চিত হচ্ছেন ৷
রূপান্তরকামীদের দাবি, রাজ্যে ট্রান্স বোর্ড আছে শুধু নাম কে ওয়াস্তে ৷ সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও এই রাজ্যে এখনও তাঁদের পরিচয়পত্র দেওয়া হয়নি ৷ এছাড়া সমাজের সমাজের অত্যাচার ও লাঞ্ছনা তো রয়েছেই ৷ এপ্রসঙ্গে, রূপান্তরকামী এবং ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য রঞ্জিতা সিনহা বলেন, "NALSA রায় মেনে রাজ্যে ট্রান্সজেন্ডার বোর্ড গঠন করা হলেও অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে আমাদের উন্নতির জন্য কিছু করা হয়নি । এমনকি যে বোর্ডটি রয়েছে তার নামমাত্র উপস্থিতি, কোনও কাজ হয়না সেখানে । এমনকী বোর্ডের কর্তাদের বিরুদ্ধে রয়েছে স্বজনপোষণের অভিযোগ ৷"