কলকাতা, 26 সেপ্টেম্বর: পরনে শাড়ি । আরতির থালায় সাজানো ফুল-প্রদীপ । পরম ভক্তিভরে ঠাকুরের আরতি করছেন এক মহিলা । তিনি পুরোহিতও বটে । তবে এই পুরোহিত মেয়ে হয়ে জন্মাননি ৷ পরবর্তীতে মহিলা হয়েছেন ৷ বলা যায় মহিলা হিসেবে নতুন জন্ম হয়েছে রূপান্তরকামী বৈশালী দাসের ৷ আজ তিনি রূপান্তরিত ৷ বহুদিন ধরেই তিনি পুজোয় পৌরহিত্য করে আসছেন (Transgender Priestess) ।
সুপ্রিম কোর্ট রূপান্তরকামী ও রূপান্তরিতদের স্বীকৃতি দিলেও সমাজ এখনও তাঁদের মেনে নিতে পারেনি । রাস্তাঘাটে, বিভিন্ন সময় তাঁদের ঠাট্টা, ইয়ার্কি ও লাঞ্চনার শিকার হতে হয় ৷ কিন্তু ছোট থেকেই বৈশালীর পুজো-অর্চনার দিকে ঝোঁক । ইচ্ছে ছিলো পুজোয় পৌরহিত্য করার । কিন্তু প্রথাগত পুজোয় তাঁকে পুরোহিত হিসেব মানবে কে? তাই নিজের সমাজের অর্ধনারীশ্বরের পুজো শুরু করেন তিনি । গত চার বছর ধরে পরম নিষ্ঠার সঙ্গে তিনি এই পুজো করে আসছেন । এখন তিনি দুর্গাপুজোর সঙ্গে অন্যান্য পুজোও করেন (transgender woman priestess performing Durga Puja)৷