কলকাতা, 16 ডিসেম্বর: কলকাতা হাইকোর্টের দুই বিচারপতিকে বদলির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের কলেজিয়ামের । বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে মাদ্রাজ় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে মনোনীত করা হল । বিচারপতি জয়মাল্য বাগচিকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে বদলি করা হল ।
বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1961 সালের 2 নভেম্বর কলকাতায় । ইকোনমিক্স অনার্স নিয়ে 1983 সালে তিনি বিএসসি পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে । এরপর 1986-87 সালে এলএলবি পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে । আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে নাম লেখান 1990 সালের 21 নভেম্বর । আইনজীবী হিসাবে তাঁর কাজের পরিধি ছিল প্রায় গোটা দেশে । তিনি সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট ছাড়াও মুম্বই, এলাহাবাদ, পাটনা, ঝাড়খণ্ড, গুজরাত, ওড়িশা , কর্নাটক, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা রাজ্যে হাইকোর্টের আইনজীবী হিসেবে বিভিন্ন মামলার সওয়াল করেছেন । এছাড়াও বিভিন্ন ট্রাইব্যুনালে আইনজীবী হিসেবে মামলা লড়েছেন । 2006 সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন ।