কলকাতা, 7 ফেব্রুয়ারি : পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের (Traffic Surgent Die in Road Accident) ৷ আজ বিকেল 4টে নাগাদ পূর্ব কলকাতার বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে (Road Accident in Basanti Highway) ৷ মৃত ট্রাফিক সার্জেন্টের নাম শশীভূষণ মিনজ ৷ একটি গাড়িকে ওভারটেক করে এগিয়ে যাওয়ার সময় তাঁর বাইকের সামনের চাকা একটি গর্তে পড়ে যায় ৷ যার জেরে রাস্তায় ছিটকে পড়েন ওই ট্রাফিক সার্জেন্ট ৷ তখনই পিছনে থাকা গাড়ি তাঁর উপর দিয়ে চলে যায় ৷
দুর্ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় শশীভূষণ মিনজকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ 2014-র ব্যাচের এই পুলিশ কর্মী তিলজলা ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন ৷ খবর পেয়ে হাসপাতালে যান ট্রাফিক গার্ডের আধিকারিকরা ৷