পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durga Puja 2022: পুজোর শহরে বেড়েছে যান নিয়ন্ত্রণের সময়, বড় ক্ষতির আশংকা ব্যবসায়ীদের

এবারের পুজোয় (Durga Puja 2022) কলকাতা শহরে যান নিয়ন্ত্রণের (Traffic Restrictions in Kolkata) সময়সীমা বাড়ানো হয়েছে ৷ আর তাতেই কপালে ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের ? কেন এত চিন্তিত তাঁরা ?

Traffic Restrictions in Kolkata during Durga Puja 2022 creates problem for traders
Durga Puja 2022: পুজোর শহরে বেড়েছে যান নিয়ন্ত্রণের সময়, বড় ক্ষতির আশংকা ব্যবসায়ীদের

By

Published : Oct 2, 2022, 3:49 PM IST

Updated : Oct 2, 2022, 4:13 PM IST

কলকাতা, 2 অক্টোবর: পুজোর সময় (Durga Puja 2022) কলকাতা শহরে যান নিয়ন্ত্রণের (Traffic Restrictions in Kolkata) জেরে বড়সড় আর্থিক ক্ষতির আশংকা করছেন ব্যবসায়ীরা ৷ যদিও এই ধরনের নিয়ন্ত্রণ নতুন কিছু নয় ৷ তবে, এবারের পরিস্থিতি একটু আলাদা ৷ কারণ, করোনাকালের পর সবেমাত্র পণ্য পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ৷ এই অবস্থায় কয়েকদিনের জন্যও কলকাতার মতো শহরে যান চলাচল নিয়ন্ত্রিত হলে ব্যবসায় তার প্রভাব এড়ানো একপ্রকার অসম্ভব বলেই মনে করছেন ব্যবসায়ীরা ৷

পুজো উপলক্ষে ঠিক কী নিয়ম কার্যকর করা হয়েছে ? তথ্য বলছে, করোনার সময়টুকু বাদ দিয়ে প্রতিবছরই দুর্গাপুজোর দিনগুলিতে শহরে বাড়তি যানজট এড়াতে পণ্যবাহী ট্রাক ও ডাম্পার প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ এ বছরও তার কোনও ব্যতিক্রম হয়নি ৷ কিন্তু, কলকাতায় পণ্যবাহী গাড়ির প্রবেশের সময়সীমায় বড় বদল হয়েছে ৷

আরও পড়ুন:বড় দুর্যোগের আশংকা নেই, তবে পুজোয় তাল কাটবে বৃষ্টি

আগে পুজোর সময় রাত 12 টা থেকে সকাল 8টা (আটটা) পর্যন্ত শহরে ট্রাক ও ডাম্পার ঢুকতে পারত ৷ এবছর তা আরও কঠোর করা হয়েছে ৷ রাত 12টার বদলে শহরে প্রথম পণ্যবাহী গাড়ি ঢোকার অনুমতি দেওয়া হয়েছে রাত 2টোয় ৷ এই সময়সীমা চলবে আগের মতোই সকাল 8টা (আটটা) পর্যন্ত ৷ ট্রাকমালিকরা বলছেন, এই দু'ঘণ্টাতেই তাঁদের অনেক ক্ষতি হয়ে যাবে ৷ অন্য়ান্য বছর যে পরিমাণ পণ্যবাহী গাড়ি কলকাতা হয়ে যাতায়াত করে, এবছর এক ধাক্কায় তা অনেকটাই কমে যাবে ৷

সমস্যা আরও আছে ৷ আগে এই যান নিয়ন্ত্রণ কার্যকর থাকত পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৷ কিন্তু, এবছর তৃতীয়া থেকেই শহরের মধ্যে পণ্যবাহী যানের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ যা কার্যকর থাকবে লক্ষ্মীপুজো পর্যন্ত ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, পুজোর ভিড়ের চরিত্র বদলে যাওয়াতেই প্রশাসনকে এমন পদক্ষেপ করতে হয়েছে ৷ অতীতে সপ্তমীর আগে খুব কম মানুষই ঠাকুর দেখতে বের হতেন ৷ কিন্তু, এখন মহালয়ার পর থেকেই দেবী দর্শনের পালা শুরু হয়ে যায় ৷ যা চলতে থাকে দশমীর পরেও ৷ ফলে বাধ্য হয়েই কলকাতায় পণ্যবাহী গাড়ির আনাগোনায় রাশ টানতে হয়েছে প্রশাসনকে ৷ আর তারই ফল ভোগ করতে হচ্ছে পরিবহণ-সহ সংশ্লিষ্ট সমস্ত ক্ষেত্রের ব্যবসায়ীদের ৷

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্য়াসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ এই প্রসঙ্গে বলেন, "অন্যান্যবার পঞ্চমী থেকে দশমী এই নিয়ন্ত্রণ কার্যকর থাকত ৷ কিন্তু, এবছর লক্ষ্মীপুজো পর্যন্ত যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পাশাপাশি, শহরে ট্রাক ঢোকার নির্ধারিত সময়ও কমিয়ে দেওয়া হয়েছে ৷ এতে আমাদের সমস্য়া বাড়বে ৷"

সজল জানান, এর ফলে ট্রাকমালিকদের বিরাট ক্ষতি হয়ে যাবে ৷ দুধ, মাছ, শাকসবজি ও ফলের মতো পচনশীল সামগ্রীর গাড়ির উপর কোনও নিষেধাজ্ঞা নেই ঠিকই, কিন্তু একের পর এক ট্রাক যখন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তখন সেই লাইন ডিঙিয়ে পচনশীল সামগ্রীর গাড়িগুলিও এগোতে পারবে না ৷ পুলিশের পক্ষেও অন্য়ান্য সামগ্রীর গাড়িকে পাশ কাটিয়ে এই ধরনের পণ্যবাহী ট্রাকগুলিকে এগিয়ে দেওয়া সম্ভব নয় বলেই মনে করেন সজল ৷ এমনকী, এর জেরে জীবনদায়ী ওষুধও সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি ৷

Last Updated : Oct 2, 2022, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details