কলকাতা, 17 মে : কলকাতার তাপমাত্রা এখন 37 ছুঁইছুঁই । চাঁদিফাটা গরমে বাড়ি থেকে বেরোনোই দায় । তবু, কাজের তাগিদে বেরোতেই হয় । রাস্তাঘাটে বিপদ যেন ওত পেতে বসে আছে । কলকাতা পুলিশও ভরসা দিয়ে বলেছে, "পাশে আছি আমরা ।" সত্যিই, তারাই তো ভরসা । বিপদে-আপদে সবার আগে ছুটে আসেন পুলিশকর্মীরাই । এই উদাহরণ নতুন কিছু নয় । ফের একবার পুলিশকর্মীদের মানবিক মুখ দেখল কলকাতা ।
গতকাল দুপুর । আকাশবাণীর ক্রসিংয়ে রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি । রাস্তার মাঝখানে পৌঁছে তিনি নুইয়ে পড়তে থাকেন । কোনওরকমে বাকি কয়েক পা এগোলেও শেষরক্ষা হয়নি । রাস্তার ডিভাইডারের দেওয়াল ধরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে লুটিয়ে পড়েন মাটিতে । সেভাবে বিষয়টি নজরে পড়েনি কারোরই । গাড়ি ছুটছিল আপন গতিতে । বেশ কিছুক্ষণ এভাবে পড়ে থাকতে দেখে একজন ব্যক্তি আসেন । ভিড় জড়ো হতে থাকলে আসেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশও । প্রাথমিকভাবে জল ছিটিয়ে সুস্থ করার চেষ্টা হলেও তাতে কাজ হয়নি । পুলিশকর্মীরা অ্যাম্বুলেন্স ডেকে ওই ব্যক্তিকে SSKM-এ নিয়ে যান । তবে, তিনি অসুস্থ থাকায় তাঁর নাম, পরিচয় জানা যায়নি ।