কলকাতা, 10 এপ্রিল : রাজ্যে নতুন করে কোরোনায় আক্রান্ত 12 ৷ রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে 89 ৷ আজ নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা এই তথ্য জানিয়েছেন ৷ পাশাপাশি নতুন করে গত 24 ঘণ্টায় কোনও মৃত্যুর খবর নেই বলেও জানান তিনি ৷ তিন জনের কোরানা পরীক্ষার ফল নেগেটিভ ।
নতুন 12, রাজ্যে কোরোনায় আক্রান্ত বেড়ে 89 - rajib sinha
কোরোনা মোকাবিলায় সবরকম জরুরি পদক্ষেপ করা হচ্ছে ৷ জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ৷
আজ মুখ্যসচিব জানিয়েছেন, "কোরোনা মোকাবিলায় সবরকম জরুরি পদক্ষেপ করা হচ্ছে ৷ প্রতিনিয়ত জেলার বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ রাজ্যে এখনও পর্যন্ত 2095 জনের কোরোনা টেস্ট কার হয়েছে ৷ সেই সঙ্গে গঠন করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অডিট কমিটি ৷ যারা স্থির করবেন কোনও ব্যক্তির মৃত্যু হলে মৃত্যুর কারণ কোরোনা কি না ৷" রাজ্যে আরও কোয়ারান্টাইন সেন্টার বাড়ানো হয়েছে বলেও আজকের বৈঠকে জানান মুখ্যসচিব ৷
সেই সঙ্গে আজ মুখ্যসচিব বলেন, "রাজ্যে লকডাউন মেনে চলার ফলে কোরোনা সংক্রমণ কিছুটা কমেছে ৷ তাই এই ভাইরাস থেকে দ্রুত নিস্তার পাওয়ার একমাত্র রাস্তা লকডাউন ৷ কেন্দ্রের তরফে লকডাউনের সময়সীমা বাড়ানো হলে তা মানবে রাজ্য ৷"