পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news

By

Published : Aug 4, 2020, 9:10 AM IST

1. ETV ভারতের সাংবাদিকের কণ্ঠরোধ করতেই মামলা, পর্যবেক্ষণ হাইকোর্টের

পরপর তিনটি মামলা দায়ের করা হয় ETV ভারতের সাংবাদিক অভিষেক দত্ত রায়ের বিরুদ্ধে ৷ এরপরই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ওই সাংবাদিক ।

2. রাম মন্দির নির্মাণের সূচনা হবে 5টি রুপোর ইট, ফল্গুর বালিতে

কণামাত্র লোহা ব্যবহার করা হবে না রাম মন্দির নির্মাণে ৷ 57 একরের মন্দির কমপ্লেক্সে তৈরি করা হবে "রামকথা কুঞ্জ পার্ক" ৷ যা আসলে রামের জীবন ও কর্ম বিষয়ক প্রদর্শনশালা ৷

3. রাম জন্মভূমি আন্দোলনের পুরোধা যাঁরা

মূলত লালকৃষ্ণ আদবানি ও মুরলি মনোহর জোশির নেতৃত্বেই গতি পেয়েছিল রাম মন্দির তৈরির আন্দোলন । অনুগামীদের উদ্বুদ্ধ করতে দেশজুড়ে রথযাত্রার ধারণা এনেছিলেন তাঁরা ।

4. "5 অগাস্ট হিন্দুদের জন্য ঐতিহাসিক দিন", লকডাউন প্রত্যাহারের আবেদন দিলীপের

"5 অগাস্টের লকডাউন পুনর্বিবেচনার আবেদন জানিয়েছি রাজ্যের কাছে ৷ বদলে অন্য কোনও দিন লকডাউন হোক ৷ ওই দিনটা হিন্দুদের জন্য ঐতিহাসিক দিন ৷ দয়া করে মানুষের আবেগ নিয়ে খেলবেন না ৷" বললেন দিলীপ ঘোষ ৷

5. ফের লকডাউনের দিন বদল রাজ্যে

ফের পরিবর্তন হল লকডাউনের দিন । এই নিয়ে তৃতীয়বার লকডাউনের দিন পরিবর্তন করা হল । 5, 8, 20, 21, 27, 28 ও 31 অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে ।

6. কোরোনায় একদিনে রাজ্যে মৃত 53

রাজ্যে এখনও পর্যন্ত 54 হাজার 818 জন মানুষ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন । এই মুহূর্তে ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 21 হাজার 683 জন । রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার 70.07 শতাংশ ।

7. পরিবারের 2 জন কোরোনায় আক্রান্ত, আইসোলেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

পরিবারের দুজনের শরীরে ধরা পড়েছে কোরোনা সংক্রমণ। তাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেলফ আইসোলেশনে গেলেন ৷

8. জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার জন্য কমিটি গঠন রাজ্যের

জাতীয় শিক্ষানীতি নিয়ে পর্যালোচনার জন্য এবার কমিটি গঠন করল রাজ্য সরকার । কমিটিতে রয়েছেন ছ'জন ।

9. বয়সের ভুল স্বীকারে শাস্তি নয়, নতুন স্কিম BCCI-র

ঘরোয়া ক্রিকেটে বয়স ভাঁড়ানো বন্ধ করতে নতুন নীতি আনল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ৷ এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভলেন্টারি ডিসকোর্স স্কিম বা VDS ৷

10. সুশান্তের মৃত্যুতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উঠে আসেনি, জানাল মুম্বই পুলিশ

সুশান্তের মৃত্যুতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সামনে আসেনি । এই ঘটনায় কোনও রাজনৈতিক দলের জড়িত হওয়ার প্রমাণও পাওয়া যায়নি ।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পুলিশ কমিশনার।

ABOUT THE AUTHOR

...view details