গতরাত 1টা 50 মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । বয়স হয়েছিল 78 বছর । আজ শেষকৃত্য সম্পন্ন হবে প্রদেশ কংগ্রেস সভাপতির ৷
2)আমাদের কর্তব্য ওঁর অসম্পূর্ণ লড়াইকে যৌথভাবে এগিয়ে নিয়ে যাওয়া : বিমান বসু
সোমেন মিত্র নেই । গভীর রাতে এই খবরটা পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি অনেকে । যেমন, আবদুল মান্নান বললেন, "এখনও বিশ্বাস করতে পারছি না সোমেনদা নেই ।" শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও ।
3)রামনগরে BJP-র বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার
রামনগরে বাড়ির অদূরে আম গাছ থেকে উদ্ধার হল BJP বুথ সভাপতির দেহ । পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার কাচুড়ি গ্রামের অর্জুনী (41 নম্বর) বুথ এলাকার ঘটনা ।
4)কোরোনা : রাজ্যে বাড়ছে সুস্থতার হার
রাজ্যে ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 2,294 । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 65,258 । গত 24 ঘণ্টায় মোট 41 জনের মৃত্যু হয়েছে রাজ্যে । তবে ক্রমে বাড়ছে সুস্থতার হার । আজ রাজ্যে সুস্থতার হার 67.60 শতাংশ ।
5)কোরোনায় আক্রান্ত বেলেঘাটা ID-র 25 কর্মী
ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালের 25 জন কর্মী কোরোনায় আক্রান্ত ৷ ওই আক্রান্তদের পরিবারের 13 জনও সংক্রমিত হয়েছেন ৷