পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

টপ নিউজ় @ দুপুর 3টে - শীর্ষ খবর

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news

By

Published : Sep 8, 2020, 2:59 PM IST

1. লাদাখে ভারত-চিন সেনার মধ্যে তুমুল গুলির লড়াই, উদ্বেগজনক পরিস্থিতির দিকে নজর বিদেশমন্ত্রীর
চিনের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে ভারতীয় সেনা । যদিও ভারতের তরফে একথা অস্বীকার করা হয়েছে । বলা হয়েছে, প্রথমে চিনের দিক থেকেই হামলা চালানো হয় । ভারতীয় সেনা সঠিক সময় সঠিক জবাব দিয়েছে ।

2. "আমার শেষ থেকেই আমার শুরু হবে"

বললেন কঙ্গনা রানাওয়াত । 'মুভি মাফিয়া'-দের বিরুদ্ধে কথা বলায় তাঁকে যদি চুপ করিয়ে দেওয়া হয়, তাহলে তিনি অন্য কোথাও থেকে ঠিক গলা তুলবেন, অন্য কোথাও থেকে ঠিক ফিরে আসবেন, সোশাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী ।

3.দেশে কমল কোরোনা সংক্রমণ , আক্রান্ত প্রায় 43 লাখ

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও কয়েকদিনে একটু হলেও কমেছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1 হাজার 133 জন ৷

4.NCB অফিসে রিয়া

বার বার তিনবার । এই নিয়ে তৃতীয়বার নারকোটিক্স কন্ট্রোল বিওরোর দপ্তরে (NCB) এলেন রিয়া চক্রবর্তী । আজ অর্থাৎ 8 সেপ্টেম্বর সকাল 10 টা নাগাদ তিনি পৌঁছলেন NCB অফিসে ।

5.কোরোনায় আক্রান্ত, হাসপাতালে ভরতি অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী

কোরোনায় আক্রান্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

6. বর্ষীয়ান সাংসদদের অধিবেশনে না থাকতে নির্দেশ মমতার

দলের বর্ষীয়ান সাংসদদের সুরক্ষার জন্য সংসদ অধিবেশনে গরহাজির থাকার জন্য পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো ।

7. বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব চাই, দাবি বিরোধীদের

বিধানসভার দুইদিনের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব চাই । সরব বিরোধীরা ।

8. পেটে ব্যথা সারিয়ে দেওয়ার নামে যুবতিকে লাগাতার ধর্ষণ তান্ত্রিকের

আশারাম বাপু থেকে রাম-রহিম ৷ দেশে মহিলাদের নির্যাতনের ঘটনায় উঠে এসেছিল দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাতের মতো রাজ্যে ৷ এবার বাদ গেল না পশ্চিমঙ্গও ৷ পেটব্যথা সারিয়ে দেওয়ার নাম করে যুবতিকে লাগাতার ধর্ষণ তান্ত্রিকের ৷ গতকাল বিকেলে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে ৷

9. মানিকচকে গঙ্গার তীর থেকে উদ্ধার নীলগাই

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গতকাল সকাল 11টার সময় হাড্ডাটোলায় গঙ্গার তীরে একটি নীলগাইকে আহত অবস্থায় ছোটাছুটি করতে দেখে এলাকাবাসী । ওই এলাকায় প্রচুর শিয়াল থাকায় স্থানীয়রা নীলগাইটিকে ধরতে উদ্যোগ নেয় ৷ মানুষকে দেখে নীলগাইটি নদীতে নেমে পড়েছিল ৷ এরপর সেখান থেকে নীলগাইটিকে উদ্ধার করে স্থানীয় মানুষ ৷

10. প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা জয়প্রকাশ রেড্ডি

প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা জয়প্রকাশ রেড্ডি । অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন 74 বছর বয়সী জয়প্রকাশ । ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া ।

ABOUT THE AUTHOR

...view details