কলকাতা, ২৫ জুন : কলকাতায় লুকিয়ে রয়েছে বড় জঙ্গি নেতা । কষছে নাশকতার ছক । দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই এই প্রস্তুতি । ধৃত জামাত জঙ্গিদের জেরা করে এমন বিস্ফোরক তথ্য পেয়েছে স্পেশাল টাস্ক ফোর্স (STF) । খোঁজ চলছে সেই বড় জঙ্গি নেতার । তদন্তকারীরা জানার চেষ্টা করছেন কে সে ?
গতকাল রাতে শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে চার জামাত জঙ্গিকে পাকড়াও করেছে কলকাতা পুলিশের STF । ধৃতদের নাম মহম্মদ জিয়াউর রহমান ওরফে মহসিন, মামুনুর রশিদ, মহম্মদ শাহিন আলম ওরফে আলামিন ও রবিউল ইসলাম । গতরাতে প্রথমে মহম্মদ জিয়াউর রহমান ও মামুনুর রশিদকে শিয়ালদা স্টেশনের পার্কিং লট থেকে গ্রেপ্তার করে পুলিশ । তারা দু'জনই বাংলাদেশের নাগরিক । জিয়াউরের বাড়ি বাংলাদেশের চাঁপাই-নবাবগঞ্জ জেলার নিজ়ামপুরে । আর মামুনুর রংপুর জেলার মমিনপুরের বাসিন্দা । তাদের জেরা করেই খোঁজ মেলে রবিউল ও আলামিনের । রবিউল বীরভূমের নয়াগ্রামের বাসিন্দা এবং আলামিন বাংলাদেশের নাগরিক । জিয়াউর ও মামুনুরকে জেরা করেই জানা যায় ওই দু'জনও এই মুহূর্তে আছে কলকাতায় । তারপরই আজ ভোরে হাওড়া স্টেশন চত্বর থেকে রবিউল ও আলামিনকে পাকড়াও করে পুলিশ । ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন এবং জেহাদ সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা । উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলিতে প্রচুর ছবি ও ভিডিয়ো পাওয়া গেছে বলে খবর । সঙ্গে পাওয়া গেছে জেহাদি মতাদর্শের বহু বইয়ের PDF এবং লিফলেটের ডিজ়িটাল ফরম্যাট ।