কলকাতা, 25 মে : ব্যতিক্রম হল না ঘূর্ণিঝড় যশের ক্ষেত্রেও ৷ দুর্যোগ মোকাবিলায় এবারও রাত জাগবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার নবান্ন থেকে এই কথাই জানালেন তিনি ৷
গত বছর আমফানের সময়ও নবান্নের কন্ট্রোল রুমেই সারারাত ছিলেন মুখ্যমন্ত্রী ৷ সারারাত ধরে পরিস্থিতি মোকাবিলা সরেজমিনে খতিয়ে দেখেন ৷ প্রয়োজনীয় নির্দেশও সঙ্গে সঙ্গে দিয়েছিলেন ৷
মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এদিন রাতে তিনি নবান্নেই থাকছেন ৷ বুধবার সকালে যখন ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়বে, সেই মুহূর্তের পরিস্থিতির দিকে নজর রাখতে তিনি কন্ট্রোল রুমে থাকবেন ৷ কোথায় কত ক্ষয়ক্ষতি হচ্ছে, পুরোটাই সঙ্গে সঙ্গে খতিয়ে দেখবেন ৷