কলকাতা, 29 মার্চ : শিয়ালদা শাখার অশোকনগর স্টেশনের বারাসত-বনগাঁ লাইনে আগামীকাল ও রবিবার রাতে প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট ট্রেন চলাচলে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। বাতিল হচ্ছে কয়েকটি লোকাল ট্রেনও।পূর্ব রেল সূত্রে খবর নন ইন্টারলকিং ও সিগন্যালিং প্যানেলের ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামীকাল ও রবিবার রাত ১২টা ৫৫ থেকে ভোর ৫টা ২৫ পর্যন্ত ট্রেন চলাচল করবে বেশ ধীরে। কয়েকটি লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।
শনি ও রবি রাতে বাতিল কয়েকটি ট্রেন - kolkata
বারাসত বনগাঁ লাইনে আগামীকাল ও রবিবার রাতে প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট ট্রেন চলাচলে সমস্যা দেখা দিতে পারে। ইন্টারলকিং ও সিগন্যালিং প্যানেলের ইন্টারলকিং কাজের জন্য ব্যাহত হবে ট্রেন চলাচল। বাতিল হচ্ছে কয়েকটি লোকাল ট্রেন।
ফাইল ফোটো
যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবং আরও উন্নত পরিষেবা প্রদানের জন্য সিগনাল ও রেল লাইনের মেরামতের কাজটি করানো হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেল কর্তারা।ট্রেন লাইনে কাজের জন্য ৩৩৮১১/৩৩৮১২ শিয়ালদা-বনগাঁ লোকলটি বাতিল করা হয়েছে। এছাড়াও ৩৩৮১৪ লোকালটি বনগাঁ স্টেশন থেকে ৪টে ২৫-এ ছাড়ার বদলে ছাড়বে ৪টে ৪০-এ।দু'দিন লাইনে কাজ চলবে। সেই কারণে এই শাখার সবকটি ট্রেন দেরিতে চলবে।