কলকাতা, 22 ডিসেম্বর :মেয়র পদে কি আবারও ফিরহাদ হাকিম (will Firhad Hakim next mayor of Kolkata Municipal Corporation) ? ঠিক করতে বৃহস্পতিবার বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (tomorrow mamata banerjee will decide on next mayor of kolkata municipal corporation) ৷ সেখানে উপস্থিত থাকবেন দলের তরফে সদ্যজয়ী কাউন্সিলররাও ৷
এবার তাৎপর্যপূর্ণ হল কলকাতার পুরভোটে কাউকে মেয়র প্রার্থী করে ভোটে যায়নি তৃণমূল কংগ্রেস । সে ক্ষেত্রে বলা হয়েছিল নির্বাচন সম্পন্ন হলে তৃণমূল কংগ্রেসের পৌর-প্রতিনিধিগণ তাদের দলনেতা বেছে নেবেন । সেই মতো বৃহস্পতিবার সমস্ত বিজয়ী কাউন্সিলরদের এই বৈঠক ডাকা হয়েছে ৷ এই বৈঠকে তাঁরা ছাড়াও থাকবেন কলকাতার সমস্ত বিধায়ক এবং সাংসদরা ।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঠিক করা হবে, এই পুরবোর্ডে মেয়র পারিষদ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে কারা বসবেন ৷ এখনও পর্যন্ত যতদূর খবর মিলছে তৃণমূল কংগ্রেসের সূত্র থেকে, তাতে মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাঁকেই আরও একবার মেয়র পদে রেখে দেওয়া হতে পারে ।