কলকাতা, 25 ফেব্রুয়ারি : টলিউডের বিভিন্ন সমস্যা নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা । মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁরা । প্রতিনিধি দলে ছিলেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং শংকর চক্রবর্তী । মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুস্থ শিল্পীদের স্বাস্থ্যবিমার পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়েছেন তাঁরা ।
টলিউডের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আর্টিস্ট ফোরাম - নবান্নে অরিন্দম - শংকর
দুস্থ শিল্পীদের স্বাস্থ্য বিমার পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা । মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন আর্টিস্ট ফোরামের দুই প্রতিনিধি অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং শংকর চক্রবর্তী ।
![টলিউডের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আর্টিস্ট ফোরাম artist forum representatives at Nabanna](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6204359-thumbnail-3x2-collage.jpg)
কয়েকদিন আগেই ভোটাভুটিতে নির্বাচিত হয়েছে টলিউডের আর্টিস্ট ফোরাম । নবনির্বাচিত ফোরামে রয়েছেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়-শংকর চক্রবর্তীরা । গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাঁদের দাবিপত্র পেশ করেন এই দুই অভিনেতা । দুস্থ শিল্পীদের বিমার পরিমাণ বাড়ানোর আবেদন রাখেন তাঁরা । মুখ্যমন্ত্রী অবশ্য বিমুখ করেননি শিল্পীদের । জানা গেছে, শিল্পীদের সাহায্যে সর্বদা পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
ইতিমধ্যেই টলিউডের শিল্পীদের স্বাস্থ্যসাথির আওতায় এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । শিল্পীরা 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা পাবেন । তবে বিমা ছাড়াও টলিউডের শিল্পীরা যাতে কোনও সমস্যায় না পড়েন সেদিকেও তাঁর নজর রয়েছে বলে অরিন্দম গঙ্গোপাধ্যায় ও শংকর চক্রবর্তীকে জানিয়েছেন ।