কলকাতা, 13 অক্টোবর:স্বনামধন্য ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ও বিতরণ কোম্পানি 'এসকে মুভিজ'-এর গুদামে বিধ্বংসী আগুন লাগল । আজ, বৃহস্পতিবার ভোরে হঠাতই সেখানে আগুন লেগে যায় (Fire in Eskay Movies Studio)। কুদঘাটে অবস্থিত এই প্রযোজনা সংস্থার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড চোখে পড়ে স্থানীয়দেরই । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গুদামটি । দমকলের 18টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ।
ভারতীয় সিনেমার ইতিহাসে এসকে মুভিজের গুরুত্ব নিয়ে নতুন করে বলার প্রয়োজন পড়ে না । অজস্র বাংলা ছবি নির্মিত হয়েছে এর প্রযোজনায় । একইসঙ্গে শ্যুটিঙের জন্য যাবতীয় প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে এই সংস্থা । দমকল কর্মীদের অনুমান, ওই গুদামে একাধিক দাহ্য পদার্থ মজুত থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়েছে । ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ বিশ্বাস । আগুন নতুন করে ছড়িয়ে পড়ার কোনও আশঙ্কা নেই বলে জানান তিনি । দমকল কর্মীরা কীভাবে আগুন নেভানোর কাজ করছেন সেটাও খতিয়ে দেখছেন তিনি । দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ।
প্রসঙ্গত, 'এসকে মুভিজ'-এর প্রতিষ্ঠাতা তথা কর্ণধার হিমাংশু ধানুকা এবং অশোক ধানুকা । বিনোদন দুনিয়ায় তাঁরা জনপ্রিয় দুটি নাম । বহু শিল্পীর কেরিয়ার জড়িয়ে রয়েছে এই সংস্থার সঙ্গে । এসকে মুভিজ হল বাংলার শিল্পীদের আবেগের জায়গা । আর তাই সংস্থার এত বড় বিপদে সহমর্মিতা প্রকাশ করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী থেকে সিনেমাটোগ্রাফার মধুরা পালিত ।