পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Actor Bonny Quits BJP : বিজেপি ছাড়লেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত - Actor Bonny Quits BJP

বনি জানিয়েছেন, বিজেপি কথা রাখেনি, তাই তিনি দল ছাড়লেন (Actor Bonny Quits BJP ) ৷

Actor Bonny Quits BJP
বিজেপি ছাড়লেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত

By

Published : Jan 24, 2022, 5:47 PM IST

Updated : Jan 24, 2022, 6:35 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: বিজেপি মোহ কাটল আরও এক টলিউড অভিনেতার ৷ এবার পদ্ম শিবির ছাড়ার কথা ঘোষণা করলেন অভিনেতা বনি সেনগুপ্ত (tollywood actor Bonny Sengupta quits bjp) । সোমবার টুইট করে এই কথা তিনি জানান অভিনেতা । তাঁর অভিযোগ, বিজেপি কথা রাখেনি, তাই তিনি দল ছাড়লেন ৷

এদিন টুইটে বনি লেখেন, "এখন থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন হল ৷ নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে এই দল ৷ বাংলা ও বাংলা চলচ্চিত্র জগতের উন্নয়নের যে আশ্বাস তারা দিয়েছিল, সেরকম কিছু তাদের তরফে আমার নজরে পড়িনি ৷"

আরও পড়ুন : চিড়িয়াখানায় কর্মী ইউনিয়ন দখল ঘিরে তৃণমূল-বিজেপির মধ্যে গন্ডগোল

2021 রাজ্য বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই অভিনেতা ৷ ইতিমধ্যেই বিজেপি ছেড়েছেন অভিনেত্রী শ্রাবন্তীও ৷ বনির মা অর্থাৎ পরিচালক-প্রযোজক-অভিনেত্রী তথা 'ইম্পা'র (EIMPA) সভাপতি পিয়া সেনগুপ্ত গত বিধানসভা নির্বাচনের সময় যোগদান করেন সরকার শিবিরে । বনির প্রেমিকা অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ও তৃণমূলে আছেন ৷ তিনি ঘাসফুলের হয়ে বিধানসভা ভোটেও লড়েছিলেন ৷ তা হলে কি এবার তিনিও হাঁটবেন মা এবং প্রেমিকার পথে? বনিকে এই প্রশ্ন করা হলে তিনি জানান, "সেভাবে এখনও কিছু ভাবিনি । তবে, যে দলে এতদিন ছিলাম সেই দলে আমার কোনও গুরুত্বই নেই মনে হয় আমার । শুধু আমার না, এটা হয়ত আমার মতো আরও অনেকেরই মনে হয়েছে৷ শুরু থেকে যেভাবে কাজের প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই হয়নি । সবই 'দেখছি', 'দেখব'র পর্যায়ে পড়ে আছে । দলের তরফে গরিবদেরকে সাহায্য বা অন্য কোনও সেবামূলক কাজই হয়নি । বলা হয়েছিল ক্ষমতায় না এলেও দিদিকে সাহায্য করা হবে । কোথায় কী? সব কেমন চুপচাপ হয়ে গেল । আমাদেরও তো একটা সম্মান আছে । টলিউড ইন্ডাস্ট্রির জন্যও কিছু করা হয়নি৷ তাছাড়া এই দলে আমাদের মানে আর্টিস্টদের নানাভাবে কটাক্ষ করে কথা বলা হয়, সেটা অজানা নয় কারোরই । তাই সবদিক ভেবেই সরে এলাম । তবে, দলবদল নিয়ে এখনও কিছু ভাবিনি ।"

Last Updated : Jan 24, 2022, 6:35 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details