কলকাতা, 2 জানুয়ারি :সোমবার (3 জানুয়ারি, 2022) থেকে টোকেন (Token Service will Stop) কিনে মেট্রো সফর আবারও বন্ধ ৷ মেট্রোয় চড়তে গেলে থাকতে হবে স্মার্ট কার্ড (Smart Card) ৷ রবিবার বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ করোনার বাড়বাড়ন্তে রাজ্যে নতুন করে বিধিনিষেধ ঘোষিত হতেই এই পদক্ষেপ করেছে তারা (Covid Effect on Kolkata Metro Service) ৷ এছাড়া মেট্রোর সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে ৷
আরও পড়ুন :West Bengal new Covid Guidelines : ফের রাজ্যে কোভিডবিধি, বন্ধ স্কুল-কলেজ, সন্ধের পর চলবে না লোকাল ট্রেনও
বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি হওয়ার পর অবশেষে টনক নড়েছে প্রশাসনের ৷ বড়দিন, নববর্ষে উৎসবে মাতার ঢালাও ছাড়পত্র দিতেই রাস্তায় নেমে আনন্দে মেতেছেন অসংখ্য মানুষ ৷ আর তাতেই বাঁধ ভেঙেছে করোনা ৷ কলকাতা-সহ গোটা রাজ্যেই লাফিয়ে বাড়ছে সংক্রমণ (Covid surge in West Bengal) ৷ অন্যান্য ভ্য়ারিয়্যান্টের পাশাপাশি ওমিক্রনে (Omicron Variant) আক্রান্ত হওয়ার সংখ্য়াও দ্রুত বাড়ছে ৷
এই অবস্থায় কিছুটা বাধ্য হয়েই নতুন করে বিধিনিষেধ আরোপের কথা ঘোষণা করেছে নবান্ন ৷ যা কার্যকর করা হবে সোমবার থেকে ৷ সেই অনুযায়ী, মেট্রোয় ভিড় নিয়ন্ত্রণে রাখতে একসঙ্গে সর্বাধিক 50 শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে (50 Percent Passengers in Metro) ৷ তারই প্রেক্ষিতে সোমবার থেকে ফের টোকেন বন্ধ করছে মেট্রো কর্তৃপক্ষ ৷ তবে টোকেন বন্ধ হলেও টিকিট কাউন্টার খোলা থাকবে ৷ সেখান থেকেই মিলবে স্মার্ট কার্ড ৷ যাত্রীরা তাঁদের স্মার্ট কার্ড নতুন করে রিচার্জও করতে পারবেন ৷
এছাড়া মেট্রো রেল পরিষেবাতেও কিছুটা বদল করা হয়েছে ৷ এগিয়ে আনা হয়েছে শেষ মেট্রোর সময় ৷ মেট্রো রেল সূত্রে খবর, দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে রাত 9টায় ছাড়বে শেষ মেট্রো ৷ যা আগে রাত দশটায় ছাড়ত ৷ কারণ রাত দশটা থেকে শুরু হচ্ছে নাইট কার্ফু ৷ এছাড়া দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়ার সময় রাত 8টা 48 মিনিট ৷
আরও পড়ুন :School Shut Down : মেলা চললেও কেন স্কুল-কলেজে কোপ, ক্ষোভ শিক্ষকমহলে