পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BGBS 2022 : বিশ্ববঙ্গ সম্মেলনের শেষে বিনিয়োগের খতিয়ান দেবেন মুখ্যমন্ত্রী - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গতকাল নিউটাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দু’দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit 2022) ৷ আজ সম্মেলনের শেষদিন ৷ সম্মেলন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) জানাবেন বিনিয়োগের পরিমাণ সম্পর্কে ৷

today-mamata-govt-will-announce-about-investment-details-after-conclusion-of-bgbs-2022
BGBS 2022 : বিশ্ববঙ্গ সম্মেলনের শেষে বিনিয়োগের খতিয়ান দেবেন মুখ্যমন্ত্রী

By

Published : Apr 21, 2022, 1:43 PM IST

কলকাতা, 21 এপ্রিল : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit 2022) শেষদিন আজ বৃহস্পতিবার । দু’দিনের এই সম্মেলন গতকাল, বুধবার শুরু হয়েছে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ৷

সম্মেলনের দ্বিতীয়দিন সকাল থেকেই একাধিক মৌ স্বাক্ষরিত হয়েছে । দিনের শেষে রাজ্য সরকারের তরফ থেকে সামগ্রিকভাবে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে কতটা লক্ষ্মীলাভ হল, সে বিষয়ে জানানো হবে (Today Mamata Govt will Announce about Investment Details after Conclusion of BGBS 2022) ।

তবে যেহেতু গতকাল এই মঞ্চে দেশের প্রথম সারির শিল্পপতি গৌতম আদানিকে (Industrialist Gautam Adani) দেখা গিয়েছিল, রাজ্যের মানুষ আশাবাদী এবার এই শিল্প সম্মেলন হয়তো ভালো সাফল্য এনে দেবে । দুর্ভাগ্যের হলেও সত্যি, তিন বছর আগে এখানে অনুষ্ঠিত শেষ বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে এসেছিলেন দেশের আরেক প্রথম সারির শিল্পপতি মুকেশ আম্বানি (Industrialist Mukesh Ambani) । তবে তিনি এলেও সেভাবে আশার আলো দেখাতে পারেননি ।

এবার গৌতম আদানি কলকাতায় প্রথমবার এসে যেভাবে বক্তব্য রেখেছেন, তাতে অনেকেই মনে করছেন যে তিনি রীতিমতো কলকাতা নিয়ে হোমওয়ার্ক করে এসেছেন এখানে । তাঁর বক্তব্যে আদানি বাংলার মনীষী থেকে মহিলা স্বাধীনতা সংগ্রামীদের তথ্য তুলে ধরেছেন, তিনি বাংলার সামাজিক প্রকল্পগুলির ভূয়ষী প্রশংসা করেছেন ৷ তা দেখেই অনেকেই মনে করছেন আগামিদিনে তাঁর সংস্থার বিনিয়োগের গন্তব্য হতে চলেছে বাংলা ।

বাংলায় আদানির মতো দেশের প্রথম সারির শিল্পপতির উপস্থিতি রাজ্যের বিনিয়োগ মানচিত্রকে বদলে দিতে পারে, এটা ভালোভাবেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ একে কাজে লাগিয়ে তিনি যে লক্ষ্মীলাভের কোনও সুযোগ হাতছাড়া করবেন না, সেটাই স্বাভাবিক । কিন্তু সেই সুযোগ কতটা আসবে, সেই দিকেই নজর সকলের ৷ এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা ৷

আরও পড়ুন :Bengal Global Business Summit : বন্দর ও নদী সংস্কারে নেদারল্যান্ডসের সাহায্য চায় বাংলা

ABOUT THE AUTHOR

...view details