পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্বামীজির জন্মদিনে আজ শহরে তৃণমূলের মিছিলে অভিষেক, বিজেপির পদযাত্রায় শুভেন্দু - BJP

আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই দিনে কলকাতার দুই প্রান্তে দুটি কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির। তবে এই দুই কর্মসূচির মূল আকর্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

Abhishek and suvendu will present today at kolkata in two different rally
স্বামীজির জন্মদিনে আজ শহরে তৃণমূলের মিছিলে অভিষেক, বিজেপির পদযাত্রায় শুভেন্দু

By

Published : Jan 12, 2021, 1:01 AM IST

কলকাতা, 12 জানুয়ারি : যুযুধান! বাংলার রাজনীতিতে এই মুহূর্তে যে দুই নেতার জন্য এই শব্দটি যথাযথ হতে পারে, তাঁরা একই দিনে একই শহরে দুটি ভিন্ন কর্মসূচিতে উপস্থিত হতে চলেছেন। তবে উপলক্ষ্য কিন্তু এক। দুজনেই স্বামী বিবেকানন্দকে সামনে রেখে পথে নামছেন।

একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আর অন্যজন শুভেন্দু অধিকারী। যিনি মাসখানেক আগে তৃণমূলের সঙ্গে নিজের সমস্ত সম্পর্ক শেষ করে বিজেপিতে যোগদান করেছেন। আজ, মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই দুই নেতাই নিজের দলের হয়ে মিছিলে অংশগ্রহণ করবেন। অভিষেক গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত পদযাত্রা করবেন। আর শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ি পর্যন্ত পদযাত্রা করবেন শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই বিধানসভা ভোটের দামামা বেজেছে। প্রত্যেকটি দল তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত। পাশাপাশি বাংলার মনীষীদের সামনে রেখে ভোট বৈতরণী পার হতে তৎপর সব দল। কিছুদিন আগেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বোলপুরে পথে নেমেছিল বিজেপি ও তৃণমূল। বিজেপির সর্বভারতীয় নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সফর করেন। এর পালটা পদযাত্রা করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন :রাজ্যপালের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর

সেই প্রক্রিয়ারই অঙ্গ হচ্ছে স্বামীজির জন্মদিন। স্বামীজিকে সামনে রেখে আজ, উত্তর ও দক্ষিণ কলকাতায় মিছিলের মাধ্যমে জনসংযোগ করবে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। স্বামী বিবেকানন্দের আবেগকে সামনে রেখে পৃথক পৃথকভাবে পদযাত্রার মধ্য দিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করবে যুযুধান দুই পক্ষ। আর সেই কর্মসূচিগুলিতে মূল আকর্ষণ অবশ্যই শুভেন্দু ও অভিষেক। কারণ, গত একমাস ধরে দুজনে দুজনের বিরুদ্ধে নাম না করে আক্রমণ শানাচ্ছেন। এই প্রথম তাঁরা কলকাতায় একই দিনে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ফলে, তাঁরা একে অপরের বিরুদ্ধে কী বলেন, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

ABOUT THE AUTHOR

...view details