পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাংলা আবাস যোজনায় কাটমানি রুখতে কড়া নির্দেশিকা পঞ্চায়েত দপ্তরের - to stop taking bribe in Bangla Awas Yojana

বিজ্ঞপ্তি জারি করে পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়, "বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য কোনওরকম কাটমানি নেওয়া যাবে না উপভোক্তাদের কাছ থেকে ৷ "

প্রতীকী ছবি

By

Published : Sep 18, 2019, 4:50 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির ক্ষেত্রে কাটমানি নেওয়া রুখতে কড়া নির্দেশিকা দিল রাজ্য সরকার ৷ বিজ্ঞপ্তি জারি করে পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়, "বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য কোনওরকম কাটমানি নেওয়া যাবে না উপভোক্তাদের কাছ থেকে ৷ "

এই যোজনার অন্তর্গত উপভোক্তাদের কাটমানি সংক্রান্ত অভিযোগে জেরবার রাজ্য সরকার ৷ কাটমানি ইশুকে হাতিয়ার করে সরব বিরোধীরাও ৷ এ অবস্থায় স্বচ্ছতা বাড়াতে এই পদক্ষেপ ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাড়ি তৈরির ছবি তুলে পঞ্চায়েত দপ্তরে পাঠাতে হবে ৷ সাধারণ মানুষকে সচেতন করতে জেলায় জেলায় লিফলেট বিলি করতে হবে ৷ বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য কোনও টাকা দিতে হবে না, সেটা বোঝাতে হবে উপভোক্তাদের ৷ বোঝাবেন সংশ্লিষ্ট ব্লক আধিকারিক ৷ সেই সঙ্গে বাড়ি তৈরির ন্যূনতম 120 দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয় দপ্তরের তরফে ৷ রাজ্যে 2022 সালের মধ্যে তৈরি হবে 22 লাখ বাড়ি ৷

ABOUT THE AUTHOR

...view details