পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাংলা আবাস যোজনায় কাটমানি রুখতে কড়া নির্দেশিকা পঞ্চায়েত দপ্তরের

বিজ্ঞপ্তি জারি করে পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়, "বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য কোনওরকম কাটমানি নেওয়া যাবে না উপভোক্তাদের কাছ থেকে ৷ "

প্রতীকী ছবি

By

Published : Sep 18, 2019, 4:50 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির ক্ষেত্রে কাটমানি নেওয়া রুখতে কড়া নির্দেশিকা দিল রাজ্য সরকার ৷ বিজ্ঞপ্তি জারি করে পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়, "বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য কোনওরকম কাটমানি নেওয়া যাবে না উপভোক্তাদের কাছ থেকে ৷ "

এই যোজনার অন্তর্গত উপভোক্তাদের কাটমানি সংক্রান্ত অভিযোগে জেরবার রাজ্য সরকার ৷ কাটমানি ইশুকে হাতিয়ার করে সরব বিরোধীরাও ৷ এ অবস্থায় স্বচ্ছতা বাড়াতে এই পদক্ষেপ ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাড়ি তৈরির ছবি তুলে পঞ্চায়েত দপ্তরে পাঠাতে হবে ৷ সাধারণ মানুষকে সচেতন করতে জেলায় জেলায় লিফলেট বিলি করতে হবে ৷ বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য কোনও টাকা দিতে হবে না, সেটা বোঝাতে হবে উপভোক্তাদের ৷ বোঝাবেন সংশ্লিষ্ট ব্লক আধিকারিক ৷ সেই সঙ্গে বাড়ি তৈরির ন্যূনতম 120 দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয় দপ্তরের তরফে ৷ রাজ্যে 2022 সালের মধ্যে তৈরি হবে 22 লাখ বাড়ি ৷

ABOUT THE AUTHOR

...view details