পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শুভেন্দুর সঙ্গে আলোচনায় দল, সবসময় যোগাযোগ রাখছেন দুই সাংসদ ! - শুভেন্দু অধিকারী

বিভিন্ন ইশুতে আলোচনা হলেও সে বিষয়ে এখনই কিছু বলা যাবে না । দলের দুই সাংসদ শুভেন্দু অধিকারীর সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন । এক সংবাদসংস্থাকে বললেন এক তৃণমূল নেতা ।

Suvendu Adhikari
Suvendu Adhikari

By

Published : Nov 18, 2020, 10:49 AM IST

Updated : Nov 18, 2020, 12:31 PM IST

কলকাতা, 18 নভেম্বর : দলের পতাকা ছাড়া সভা করেছেন । অনুপস্থিত থেকেছেন দল ও মন্ত্রিসভার বৈঠকে । এমনকী নন্দীগ্রামে শহিদ দিবস উপলক্ষ্যে সকালে তিনি সভা করার পর বিকেলে তৃণমূলের তরফে পৃথক সভা করা হয়েছে । এই পরিস্থিতিতে আলোচনার পথই বেছে নিয়েছে তৃণমূল নেতৃত্ব । রবিবার শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের এক প্রবীণ নেতা বৈঠক করেন বলে সূত্রের খবর । যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না কোনও পক্ষই ।

সংবাদসংস্থা PTI সূত্রে খবর, রবিবার প্রায় দু'ঘণ্টা ধরে শুভেন্দুবাবুর সঙ্গে বৈঠক করেন দলের এক প্রবীণ নেতা । নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা সংবাদসংস্থাকে বলেন, তাঁদের মধ্যে বিভিন্ন ইশুতে আলোচনা হলেও সে বিষয়ে এখনই কিছু বলা যাবে না । দলের দুই সাংসদ শুভেন্দু অধিকারীর সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন তিনি ।

গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে ব্যানার দেখা গেছে । নিচে লেখা-"আমরা দাদার অনুগামী" । তিনিও দলের পতাকা ছাড়াই একাধিক জায়গায় সভা করেছেন তিনি । সঙ্গে এমন কিছু মন্তব্য করেছেন যা তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আরও জল্পনা বাড়িয়েছে । তার উপর নন্দীগ্রামে শহিদ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান থেকে নাম করেই তাঁকে আক্রমণ করেছেন তৃমমূল নেতা পূর্ণেন্দু বসু । সরাসরি না করলেও তাঁদের মন্তব্যের জবাব দিয়েছেন শুভেন্দুও ।

এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি গিয়েছিলেন প্রশান্ত কিশোর । তবে তাঁর দেখা পাননি । কথা হয় তাঁর বাবা শিশির অধিকারীর সঙ্গে ।তাঁর দলবদলের জল্পনার মাঝে আলোচনার পথেই থাকতে চাইছে তৃণমূল নেতৃত্ব । তাঁর অভিযোগগুলোও তারা শুনতে চাইছে বলে সূত্রের খবর ।

Last Updated : Nov 18, 2020, 12:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details