কলকাতা, 12 সেপ্টেম্বর : বিশ্ব বাজারে বাংলার হস্তশিল্প এবং তাঁতকে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিল ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তর ৷ creativebengal.com ওয়েবসাইটের মাধ্যমে বাংলার তাঁত এবং উন্নতমানের হস্তশিল্প খুব অল্প দামেই কিনতে পারবেন ভারতের অন্য রাজ্যগুলির পাশাপাশি ইংল্যান্ড, অ্যামেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ৷ বাংলার তাঁত ও হস্ত শিল্পীদের কাজ বিশ্বের দরবারে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ৷
আজ এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক সূচনা করে স্বপন দেবনাথ বলেন, "এই ওয়েবসাইটের মাধ্যমে গ্রাম বাংলার শিল্পীদের কাজ বিশ্বের দরবারে পৌঁছে যাবে৷ ন্যূনতম খরচে মানুষ সহজেই কিনতে পারবেন গ্রাম বাংলার অমূল্য সম্পদ ৷ এর মাধ্যমে তাঁতশিল্পী, হস্তশিল্পী ও মৃৎশিল্পীরা উপকৃত হবেন । পাশাপাশি তন্তুজ এবং খাদির সামগ্রীও এই ওয়েবসাইটে পাওয়া যাবে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি নকশার কাজ করা কাপড়ও পাওয়া যাবে ওয়েবসাইটে ৷"