কলকাতা, 15 জুলাই : এবছর একুশে জুলাই আর ভার্চুয়াল নয় । বরং পুরনো ঠিকানা অর্থাৎ ভিক্টরিয়া হাউজের সামনেই ফিরেছে তৃণমূলের বাৎসরিক শহিদ সমাবেশ (TMC 21 July Rally) । তবে আঞ্চলিক দলের চৌহদ্দি ছাড়িয়ে ঘাসফুল শিবির এখন সর্বভারতীয় ক্ষেত্রে বিস্তারিত হয়েছে । তাই একুশের শহিদ সম্মেলন পৌঁছে যাবে দেশের কোনায় কোনায় ।
শুধু সোশ্যাল মিডিয়া নয়, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পার্টি অফিস রয়েছে, সেখানে সেখানে শহিদ সম্মেলনের দিন রীতিমতো জায়ান্ট স্ক্রিন টাঙিয়ে দেখানো হবে দলের এই মেগা কর্মসূচি । অসম, ত্রিপুরা, মেঘালয়, গোয়া, উত্তরপ্রদেশ-সহ অন্তত সাত রাজ্যে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালিত হবে । তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যদিও একুশে জুলাইয়ের দিন কলকাতায় উপস্থিত থাকবেন । তবে দলের কর্মী-সমর্থকরা তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chief Mamata Banerjee) বার্তা সরাসরি শুনতে পারবেন নিজের রাজ্য থেকেই ।
একুশে জুলাই উপলক্ষে প্রত্যেকটি রাজ্য শাখাকে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক কর্মসূচি করার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে । মূলত ওই দিনের কর্মসূচিতে রাজ্যের স্থানীয় সমস্যা, স্থানীয় ইস্যুগুলোকে সামনে রেখে সরব হতে বলা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলির নেতাদের ।