কলকাতা, 25 মে : হাজিরা না দিলেও গরুপাচার কাণ্ডের (Cattle Smuggling Case) তদন্তে সম্পত্তির হিসেব ও আয়কর জমা দেওয়ার নথি সিবিআইয়ের (CBI) কাছে জমা করলেন অনুব্রত মণ্ডল (TMC Leader Anubrata Mandal) ৷ বীরভূমে তৃণমূলের জেলা সভাপতির আইনজীবী সঞ্জীব দাঁ বুধবার নিজাম প্যালেসে গিয়ে ওই নথিগুলি জমা দেন ৷ পরে তিনি জানান যে সমস্ত নিয়ম মেনেই ওই নথিগুলি জমা দিয়েছেন (TMCs Anubrata Mandal Submits his Wealth-Income Report to CBI) ৷
সিবিআইয়ের সূত্র থেকে জানা গিয়েছে, গরুপাচার কাণ্ডে অনুব্রতর যোগাযোগ রয়েছে কি না, তা নিয়ে নিশ্চিত হওয়ার জন্য অনুব্রতর রোজগার ও সম্পত্তির হিসেব চেয়েছেন তদন্তকারীরা ৷ তাই অনুব্রতকে তাঁর ব্যাঙ্ক ডিটেলস ও আয়কর জমা দেওয়ার তথ্য নিয়ে হাজির হতে বলা হয়েছিল ৷
তিনি না এলেও সেই সমস্ত নথি সিবিআইয়ের কাছে জমা পড়ল ৷ একই সঙ্গে তাঁর চিকিৎসা সংক্রান্ত নথিও এদিন জমা পড়েছে সিবিআইয়ের কাছে৷ কারণ, অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রত মণ্ডল এদিন হাজিরা এড়িয়েছেন ৷ সিবিআই সূত্রে খবর, আগামী শুক্রবার তাঁকে ফের তলব করা হয়েছে ৷ কিন্তু সেদিনও অনুব্রতর পক্ষে আসা সম্ভব নয় বলে তাঁর আইনজীবী এদিন সিবিআইকে জানিয়েছেন ৷ এক্ষেত্রেও শারীরিক অসুস্থতাকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ৷