পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMCs 21 July Rally: তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচির জন্য ধর্মতলায় খুঁটিপুজো

প্রতি বছর 21 জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস (TMCs 21 July Rally) ৷ বুধবার এবারের শহিদ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হল (TMCs 21 July Rally Preparation Starts from Today) ৷ রাজ্যনেতাদের উপস্থিতিতে খুঁটিপুজো হয় ৷

tmcs-21-july-rally-preparation-starts-from-today
TMCs 21 July Rally: তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচির জন্য ধর্মতলায় খুঁটিপুজো

By

Published : Jul 13, 2022, 4:10 PM IST

কলকাতা, 13 জুলাই : প্রতি বছরের মতো এই বছরও একুশে জুলাইয়ের ঢাকে কাঠি পড়ে গেল ধর্মতলায় । করোনার কারণে গত দু’বছর ধর্মতলায় অনুষ্ঠিত হয়নি 21 জুলাইয়ের কর্মসূচি । করোনাকাল (Covid Pandemic) কেটে যাওয়ায় এবার অবশ্য আবার পুরনো জায়গাতেই ফিরেছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শহিদ তর্পনের অনুষ্ঠান । তারই সূচনা হিসাবে বুধবার ধর্মতলায় খুঁটি পুজো হল ৷

খুঁটি পুজো উপলক্ষে এদিন ধর্মতলায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক তাপস রায়, সাংসদ শান্তনু সেন প্রমুখ । সেখানেই সুব্রত বক্সি বলেন, ‘‘একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্য শহিদ তর্পণের দিন । এদিন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে ভোটার কার্ড ছাড়া ভোট নয়, এই দাবিতে আন্দোলন করতে গিয়ে হারিয়েছিলেন 13 জনকে । আমরা সেই শহিদদের সম্মান দিতে প্রত্যেক বছর ভিক্টোরিয়া হাউজের সামনে একুশে জুলাই পালন করি । এবারও তার ব্যতিক্রম হচ্ছে না । এই দিনটিকে সফল করার জন্য জেলায় জেলায় প্রচার চলছে । আজ খুঁটি পুজোর পর থেকেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে যাবে ।’’

তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচির জন্য ধর্মতলায় খুঁটিপুজো

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (TMC Leader Partha Chatterjee) বলেন, ‘‘দু’বছর আমরা ভার্চুয়ালি দলনেত্রীর দিক নির্দেশ শুনেছি । এই বছর করোনা সংক্রমণ কম থাকায় আবার সমাবেশ করার সুযোগ এসেছে ৷ তার প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে গেল । বিভিন্ন জেলা থেকে রেকর্ড সংখ্যক মানুষ আসবে এবার একুশে জুলাইয়ে ।’’

আরও পড়ুন :Swasthya Sathi Card: স্বাস্থ্যসাথী নিয়ে এবার বড় ভাবনা রাজ্য সরকারের

ABOUT THE AUTHOR

...view details