কলকাতা, 3 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহর ছবি গঙ্গা জলে ভাসান দিয়ে সেই জলে পুজো করে প্রতিবাদ জানাল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP Protest Against BJP) ৷ বুধবার বারাণসীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ । এদিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ ৷
গানে প্রতিবাদে মুখর হয়ে ওঠে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির চত্বর ৷ তবে শুধু শহর কলকাতাতেই নয়, এদিন রাজ্যজুড়েই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ ৷ কালো পতাকাও ছিল প্রতিবাদীদের হাতে ৷ নরেন্দ্র মোদি, অমিত শাহের পাশাপাশি যোগী আদিত্যনাথের ছবিও এদিন গঙ্গাজলে বিসর্জন দেন তৃণমূল সমর্থকরা ৷