পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Election 2021 : কলকাতা পৌর নির্বাচনে অন্তত 135টি আসন পাবে তৃণমূল, দাবি মালার - কলকাতা পৌরভোট প্রসঙ্গে মালা রায়

কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) মোট 144টি আসনের মধ্যে অন্তত 135টিতে জিতবে তৃণমূল কংগ্রেস ৷ হাওড়ায় এসে একথা বললেন তৃণমূল সাংসদ মালা রায় (Mala Roy on KMC Election 2021) ৷

tmc will win at least 135 seats in kmc election 2021, says mala roy
KMC Election 2021 : কলকাতা পৌর নির্বাচনে অন্তত 135 টি আসন পাবে তৃণমূল, দাবি মালার

By

Published : Dec 9, 2021, 9:52 PM IST

হাওড়া, 9 ডিসেম্বর :আসন্ন কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) জয়ী হয়ে বোর্ড গড়বে তৃণমূল কংগ্রেসই (TMC) ৷ বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন তৃণমূল সাংসদ মালা রায় (Mala Roy on KMC Election 2021) ৷ তাঁর মতে, কলকাতা পৌরনিগমের মোট 144টি আসনের মধ্যে অন্তত 135টিতে জিতবে তৃণমূল ৷

আরও পড়ুন :KMC Election 2021 : ‘দিদি’র পাড়ায় অ্যাডভান্টেজ কাজরীর, উন্নয়ন প্রসঙ্গে খোঁচা বিরোধীদের

এদিন হাওড়া শরৎ সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন মালা ৷ অনুষ্ঠান মঞ্চেই বিজেপি ও সিপিএম ছেড়ে বেশ কিছু কর্মী তৃণমূলে নাম লেখান ৷ এই প্রসঙ্গে মালার বক্তব্য, রাজ্যের সরকার যেভাবে উন্নয়নের কাজ করছে, তাতে উদ্বুদ্ধ হয়েই ‘কাজের মানুষরা’ অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন ৷ প্রসঙ্গত, এদিন মালার উপস্থিতিতেই তৃণমূলে সামিল হন হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল ৷

কলকাতা পৌরনিগমে তৃণমূলের বোর্ড গঠন নিয়ে আত্মপ্রত্য়য়ী মালা রায় ৷

আরও পড়ুন :KMC Election 2021 : নির্বাচন কমিশনের ওয়েবসাইট নিয়ে রাজনৈতিকমহলে অসন্তোষ

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালা বুঝিয়ে দেন, কলকাতার পৌরভোটে জয়ের বিষয়ে তাঁরা নিশ্চিত ৷ তিনি জানান, অভিজ্ঞদের কাজে লাগিয়ে কলকাতার নাগরিক পরিষেবা আরও উন্নত করাই তাঁদের লক্ষ্য ৷ এই কারণেই একাধিক বিধায়ককেও পৌর নির্বাচনের টিকিট দেওয়া হয়েছে ৷ মালার মতে, মহানগরের মোট 144টি ওয়ার্ডের মধ্যে 135টিতেই তাঁদের দলের প্রার্থীরা জয়ী হবেন ৷

ABOUT THE AUTHOR

...view details