পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

All Party Meeting : কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল, জানালেন মমতা

আফিগানিস্তানে আটকে পড়া নাগরিকদের দেশে ফেরাতে সর্বদল বৈঠকের দাবি করে আসছিল বিরোধী দলগুলি ৷ আগামী বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র ৷ বৈঠকে যোগ দেবে তৃণমূল ৷ নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

All Party Meeting
কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল, জানালেন মমতা

By

Published : Aug 23, 2021, 8:49 PM IST

কলকাতা, 23 অগস্ট : আফগানিস্তান তালিবানের দখলে যেতেই সেদেশে আটকে পড়েছে ভারত সহ বিভিন্ন দেশের নাগরিকরা ৷ বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রের বিরোধীদলগুলি ভারতের আটকে পড়া নাগরিকদের দেশে ফেরানোর বিষয়ে সর্বদল বৈঠকের দাবি করেছে ৷ অবশেষে আফগানিস্তানের সঙ্কট নিয়ে আগামী বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র ৷ বৈঠকে অন্যান্য দলের পাশাপাশি থাকবে তৃণমূলও ৷

আফগান সঙ্কট নিয়ে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল । থাকবেন তৃণমূলের প্রতিনিধিরা। সোমবার নবান্নে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আফগানিস্তানে আটকে পড়াদের ফেরাতে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করছে। 26 অগস্ট কেন্দ্রের ডাকে সর্বদলীয় বৈঠকে যাবে তৃণমূল ।" তিনি আরও জানিয়েছেন, আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরাতে বিদেশমন্ত্রক কাজ করছে। সেদেশ থেকে বাংলার নাগরিকদের ফেরানোর জন্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কেন্দ্র ও রাজ্য একযোগে নাগরিকদের ফেরাচ্ছে।

আরও পড়ুন: পুজোর পরে পরিস্থিতি বিবেচনা করেই খুলবে স্কুল, জানালেন মমতা

রাজ্যের বহু বাসিন্দা আফগানিস্তানে আটকে পড়েছেন। তাঁদের সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার জন্য রাজ্য প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন পরিবারের লোকজন। এর আগে মুখ্যমন্ত্রীও জেলাশাসকদের নির্দেশ দিয়েছিলেন কোন জেলায় কতজন আফগানিস্তানে আটকে রয়েছেন তার তালিকা তৈরি করতে। সেইমতো কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করছে নবান্ন। এদিন মুখ্যমন্ত্রী নবান্নে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জানান, এখনও রাজ্যের কতজন আফগানিস্তানে রয়েছেন তার সঠিক তথ্য এখনও হাতে আসেনি। এখনও অনেকে যোগাযোগ করছে। তবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সকলকেই ফিরিয়ে আনতে উদ্যোগী রাজ্য সরকার । এই বিষয়ে কেন্দ্র-রাজ্য যৌথভাবে কাজ করছে ।

ABOUT THE AUTHOR

...view details