কলকাতা, 23 অগস্ট : আফগানিস্তান তালিবানের দখলে যেতেই সেদেশে আটকে পড়েছে ভারত সহ বিভিন্ন দেশের নাগরিকরা ৷ বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রের বিরোধীদলগুলি ভারতের আটকে পড়া নাগরিকদের দেশে ফেরানোর বিষয়ে সর্বদল বৈঠকের দাবি করেছে ৷ অবশেষে আফগানিস্তানের সঙ্কট নিয়ে আগামী বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র ৷ বৈঠকে অন্যান্য দলের পাশাপাশি থাকবে তৃণমূলও ৷
আফগান সঙ্কট নিয়ে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল । থাকবেন তৃণমূলের প্রতিনিধিরা। সোমবার নবান্নে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আফগানিস্তানে আটকে পড়াদের ফেরাতে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করছে। 26 অগস্ট কেন্দ্রের ডাকে সর্বদলীয় বৈঠকে যাবে তৃণমূল ।" তিনি আরও জানিয়েছেন, আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরাতে বিদেশমন্ত্রক কাজ করছে। সেদেশ থেকে বাংলার নাগরিকদের ফেরানোর জন্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কেন্দ্র ও রাজ্য একযোগে নাগরিকদের ফেরাচ্ছে।