পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লোকসভায় তৃণমূলের প্রার্থী কারা ? আজ হতে পারে ঘোষণা - lok sabha

প্রার্থী হতে পারেন নুসরত জাহান ও ইন্দ্রাণী হালদারের মতো অভিনেত্রীরা

ছবিটি প্রতীকী

By

Published : Mar 12, 2019, 6:22 AM IST

কলকাতা, ১১ মার্চ : আজ কালীঘাটের বাড়িতে বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেন তিনি। সূত্রের খবর, প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন ১০ জন সাংসদ। থাকতে পারে চমকও। প্রার্থী হতে পারেন নুসরত জাহান ও ইন্দ্রাণী হালদারের মতো অভিনেত্রীরা।

প্রার্থী বাছাই, রণকৌশল তৈরি, প্রচার কৌশল ও ব‍্যবস্থাপনাসহ নির্বাচনের সব কাজ খতিয়ে দেখতে ১২ জনের একটি কমিটি গঠন করে দিয়েছেন তৃণমূল নেত্রী। ৪২ আসনের জন্য এই কমিটির হাতে সম্ভাব্য প্রার্থীদের তালিকা এখন তৈরি। কিন্তু, সেটি চূড়ান্ত হবে আজ বিকেলে কালীঘাটের দলীয় বৈঠকে।

এবারের প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন সন্ধ্যা রায়, তাপস পাল, উমা সোরেন, অপরূপা পোদ্দার, অনুপম হাজরা ও অর্পিতা ঘোষ।

সম্ভাব্য প্রার্থী তালিকায়...

বনগাঁ - মমতাবালা ঠাকুর

বারাসত - কাকলি ঘোষ দস্তিদার

ব‍্যারাকপুর - দীনেশ ত্রিবেদী

বসিরহাট - ইদ্রিস আলি

দমদম - সৌগত রায়

কলকাতা (দক্ষিণ)- সুব্রত বক্সি

কলকাতা (উত্তর)- সুদীপ বন্দ্যোপাধ্যায়

যাদবপুর - সুগত বসু

ডায়মন্ড হারবার - অভিষেক বন্দ্যোপাধ্যায়

মথুরাপুর- চৌধুরি মোহন জাটুয়া

কৃষ্ণনগর - মহুয়া মৈত্র

উলুবেড়িয়া- সাজদা আহমেদ

শ্রীরামপুর- কল‍্যাণ বন্দ্যোপাধ্যায়

হুগলি- রত্না দে নাগ

কাঁথি - শিশির অধিকারী

ঘাটাল - দীপক অধিকারী ( দেব )

মেদিনীপুর- ইন্দ্রাণী হালদার

তমলুক- দিব্যেন্দু অধিকারী

বাঁকুড়া - মুনমুন সেন

বর্ধমান-দুর্গাপুর- নুসরত জাহান

আসানসোল- মলয় ঘটক

বোলপুর - অসিত মাল

বীরভূম - শতাব্দী রায়

দার্জিলিং - বিনয় রাই

বালুরঘাট - বিপ্লব মিত্র

মালদা (উত্তর)- মৌসম বেনজির নুর

ABOUT THE AUTHOR

...view details