কলকাতা, 11 জুন :একসময়ে বিজেপিতে চাণক্যের তকমা দেওয়া হয়েছিল মুকুল রায়কে (Mukul Roy) ৷ তাঁর সুচারু বুদ্ধিতে বাংলায় গেরুয়া শিবিরের উত্থান বলে মনে করছিলেন অনেকেই ৷ সেই 'চাণক্য'ই এ বার বিজেপি নেতাদের চোখে মীরজাফর ৷ দলের আবর্জনা ৷ সৌমিত্র খাঁ থেকে শুরু করে বৈশালী ডালমিয়া-সহ আরও অনেকে মুকুল রায়ের প্রবল সমালোচনা করেছেন ৷
মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ায় তাঁকে মীরজাফর বলে তোপ দেগেছেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra Khan)। মুকুলের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে যখন জল্পনা জোরালো হয়েছে, তখনই তাঁর সল্টলেকের বাড়িতে দেখা গিয়েছিল সৌমিত্রকে ৷ এই নিয়ে ভাবা হচ্ছিল তিনিও মুকুলের পথ অনুসরণ করে তৃণমূলে যোগ দেবেন ৷ যে দলে অনেক আগেই যোগ দিয়েছেন তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল ৷ তবে সেই জল্পনা উড়িয়ে সৌমিত্র জানিয়েছেন, "মুকুল রায় কোনও চাণক্য নন, উনি মীরজাফর । এটা আজ প্রমাণিত হয়ে গেল ।" তিনি এখন দিল্লিতে ৷ মুকুল-বিদায়ে শুদ্ধ হওয়ার জন্য মাথা ন্যাড়া করবেন বলেও জানিয়েছেন ৷
মুকুলের ঘর ওয়াপসিকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া আর এক নেত্রী বৈশালী ডালমিয়া ৷ তিনি তাঁর পোস্টে লিখেছেন, "আমি বাংলার বিজেপি নেতা সম্মানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব, তিনি যেন যত দ্রুত সম্ভব আমাদের বিজেপি দলের আবর্জনাগুলিকে বহিষ্কার করেন ৷"
আরও পড়ুন:মুকুলের পথেই ঘরে ফেরার গান দলবদলু নেতাদের ! গদ্দারে না মমতার