কলকাতা, 23 মার্চ : রামপুরহাট-কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য সময় চাইল তৃণমূল (TMC Wants to meet Union Home Minister Amit Shah to discuss about Rampurhat Massacre) । বীরভূমের বগটুই গ্রামের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ জানিয়েছেন বিজেপি সাংসদরা । এবার সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অমিত শাহের সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধি দল ।
তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMCs Leader of Lok Sabha Sudip Banerjee) জানিয়েছেন, রামপুরহাটের ঘটনার সঙ্গে রাজনীতি জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বগটুই গ্রামের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । পারিবারিক বিবাদের ঘটনা ঘটেছে । বিজেপি, সিপিএমের মধ্যে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে । তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিস্তৃতভাবে জানানো হবে । বগটুই নিয়ে যে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে, তা পরিষ্কার করতেই এই উদ্যোগ তৃণমূলের ।