পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

By-Election : 7 কেন্দ্রে দ্রুত নির্বাচন করাতে কমিশনকে করোনা রিপোর্ট দেবে তৃণমূল - Sukhendu Sekhar Roy

উপনির্বাচন এবং বিধানসভা নির্বাচন দ্রুত করানোর জন্য নির্বাচন কমিশনকে (Election Commission of India) কেন্দ্রভিত্তিক করোনা রিপোর্ট পাঠাবে রাজ্যের শাসকদল ৷ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, রাজ্যের মোট 7টি কেন্দ্র, যেখানে নির্বাচন হওয়ার কথা, সেই কেন্দ্রগুলির করোনার রিপোর্ট সংগ্রহ করা চলছে ৷ তা কমিশনে পাঠানো হবে ৷ রাজ্যে এখন করোনার যা অবস্থা তাতে নির্বাচন না করানোর কোনও কারণ নেই ৷

7টি কেন্দ্রের করোনা রিপোর্ট কমিশনকে দেবে তৃণমূল
7টি কেন্দ্রের করোনা রিপোর্ট কমিশনকে দেবে তৃণমূল

By

Published : Aug 22, 2021, 6:32 PM IST

কলকাতা, 22 অগস্ট : পাঁচটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন ও দু'টি কেন্দ্রে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ এই সাতটি কেন্দ্রের করোনা সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । তৃণমূল সূত্রের খবর, কমিশনের (Election Commission of India) তরফ থেকে 30 অগস্টের মধ্যে নির্বাচন করা নিয়ে কমিশনের তরফ থেকে যে মতামত চাওয়া হয়েছিল, তা জানিয়ে দেওয়া হবে । এই রিপোর্টে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে চাইছে রাজ্যের শাসকদল ।

তৃণমূলের তরফে বারবার একথা বলা হচ্ছে, যে পরিস্থিতিতে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেদিক থেকে বিচার করলে এটাই উপনির্বাচন করানোর জন্য আদর্শ সময় । কারণ এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমণের হার এক শতাংশের কাছাকাছি । তাই যত দ্রুত সম্ভব নির্বাচন করা হোক ।

যদিও তৃণমূল জানে, তারা এমন কথা বললেও বিজেপি এই মুহূর্তে নির্বাচন না করানোর জন্য করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের বিষয়টি তুলে ধরবে । সেক্ষেত্রে তারা যাতে সফল না হয় তাই কেন্দ্র ধরে ধরে করোনা সংক্রমণের হার নির্বাচন কমিশনের কাছে তুলে ধরবে তৃণমূল কংগ্রেস ।

এবিষয়ে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন, "তৃণমূল কংগ্রেসের মতামত জানিয়ে দেওয়া হবে যথাসময়েই । দিনহাটা, জঙ্গিপুর, সামশেরগঞ্জ, শান্তিপুর, খড়দহ, ভবানীপুর, গোসাবা আসনে নির্বাচন হবে । এই সব কেন্দ্রের কোভিড পরিস্থিতির রিপোর্ট ইতিমধ্যেই সংগ্রহ করা হচ্ছে । সব জায়গায় পরিস্থিতি এখন ভাল । ভবানীপুর এখন কোভিডশূন্য । শান্তিপুর ও গোসাবাও তাই । বাকি জায়গায় কোভিড পরিস্থিতি ন্যূনতম ৷ ফলে করোনার কথা ভেবে কোথাও নির্বাচন না করানোর মতো অবস্থা তৈরি হয়নি । নির্বাচন কমিশনকে এই রিপোর্ট দেওয়া হবে ।" সুখেন্দুশেখর আরও বলেন, "যখন শেষ কয়েক দফার নির্বাচন একসঙ্গে করানোর কথা বলা হয়েছিল, তখন রাজ্যে ছেয়ে গিয়েছিল করোনা সংক্রমণে । তা সত্ত্বেও একাধিক দফায় ভোট করানো হয়েছিল । এখন যখন করোনার হার শূন্য, তখন ভোট করানোয় তো বাধা থাকার কথাই নয় ।"

আসলে হাতে সময় কমে আসছে তৃণমূলের । নভেম্বর মাসের মধ্যেই উপনির্বাচন না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ইস্তফা দিতে হবে । এই সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই দ্রুত উপনির্বাচন করানোর দাবিতে ফের সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস । কিছুদিন আগেই তৃণমূল নেতা যশবন্ত সিনহা জানিয়েছিলেন, তাদের বিপাকে ফেলতেই গড়িমসি করা হচ্ছে ভোট নিয়ে । এবার তাই দ্রুত উপনির্বাচন চেয়ে ঝাঁপাতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন : Anubrata Mandal : বিশ্বভারতীর মূর্খ উপাচার্যের পাগলামি ছাড়িয়ে দেব, বেলাগাম অনুব্রত

ABOUT THE AUTHOR

...view details