পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Cross Voting in Presidential Election: কে দিলেন দ্রৌপদী মুর্মুকে ভোট, মুখে কুলুপ শাসক তৃণমূলের - Presidential Elections 2022

পশ্চিমবঙ্গ থেকে এক বিধায়কের ভোট বেশি হয়েছেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Elect Droupadi Murmu) ৷ আবার দুই সাংসদের ভোটও বেশি পেয়েছেন তিনি ৷ কারা দিলেন তাঁকে ভোট, উঠছে প্রশ্ন ৷ কিন্তু উত্তর নেই ৷ কারণ, শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এই ইস্যুতে আপাতত মুখে কুলুপ এঁটেছে ৷

TMC tightlipped on who voted for Droupadi Murmu
Cross Voting in Presidential Election: কে দিলেন দ্রৌপদী মর্মুকে ভোট, মুখে কুলুপ শাসক তৃণমূলের

By

Published : Jul 22, 2022, 6:59 PM IST

Updated : Jul 22, 2022, 7:15 PM IST

কলকাতা, 22 জুলাই : কয়েক বছর আগে চন্দ্রবিন্দুর একটা গান খুব জনপ্রিয় হয়েছিল, 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ।

এই মুহূর্তে রাজ্য বিধানসভায় ক্রসভোটিং (Cross Voting in Presidential Election) নিশ্চিত হওয়ার পর বোধহয় সবচেয়ে ভালো জবাব এটিই । গোপন ব্যালটে হওয়া রাষ্ট্রপতি নির্বাচনের ‘গোপন কম্ম’ নিয়েই এখন যত মাথা ব্যথা, যত তৎপরতা ।

কিন্তু সমস্যার বিষয় হল কারা এই কাজ করলেন, তা খুঁজে বের করা দুষ্কর । এক কথায় তৃণমূলেরও (Trinamool Congress) অসাধ্য । একুশে জুলাইয়ের অনুষ্ঠানের পর শুক্রবার অধিকাংশ বিধায়ক বিধানসভায় গরহাজির, স্ট্য়ান্ডিং কমিটির বৈঠকের জন্যও যাঁরা এসেছেন, তাঁদেরও মুখে কুলুপ । প্রশ্ন শুনেই, দূরে সরে যাচ্ছেন তাঁরা। প্রতিক্রিয়া নৈব নৈব চ ।

অন্যদিকে, বিরোধী শিবিরে মুচকি হাসি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) না এলেও এদিন যাঁরা বিধানসভায় এসেছেন, তারা বলছেন, ‘‘দেখেছেন তো আমরা বলেছিলাম ক্রসভোটিং হবেই । ওরা যে খুব বলেছিল ক্রসভোটিং হবে বিজেপিতে (BJP) । এবার ঠেলা সামলাও ।’’

রাজনৈতিক মহল বলছে, যথেষ্টই অস্বস্তির মধ্যে পশ্চিমবঙ্গের শাসক-শিবির । কারণ, একদিকে বিজেপি হিসেব মতো এক বিধায়কের ভোট বেশি পেয়েছে ৷ তার উপর চার বিধায়কের ভোট বাতিল হয়েছে ৷ এর সঙ্গে যোগ হয়েছে সাংসদদের ভোটের গোলমেলে হিসেব ৷ রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Elections 2022) বাতিল হয়েছে 2 সংসদেরও ভোট । 2 সংসদের সংসদের ভোট গিয়েছে দ্রৌপদী মুর্মুর (President Elect Droupadi Murmu) পক্ষে । তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া হয় অধিকারী বাড়ির দুই সংসদ তৃণমূল প্রার্থীকে ভোট দেননি । তাহলেও প্রশ্ন থাকবে, যে দুই তৃণমূল সংসদের ভোট বাতিল হয়েছে, সেটা কি ইচ্ছাকৃত ?

একই সঙ্গে তালিকায় রয়েছে চার বিধায়কও । এ যেন ঠগ বাছতে গাঁ উজার হওয়ার মতো অবস্থা । বিষয়টি নিয়ে তৃণমূলের পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে কথা বলা হয় ৷ তিনি স্পষ্ট ভাষায় জানান, দলের তরফে গোটা বিষয়টা নিয়ে তদন্ত করা হবে । তদন্তের পরই এই নিয়ে কিছু বলতে পারবেন । একই সঙ্গে বিজেপির একটি ভোট বেশি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এই মুহূর্তে রাজ্য বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা কত ! আর বিজেপি পেয়েছে কটা ভোট ! তাদের বাকি ভোট গেল কোথায়, তার জবাব দিন শুভেন্দু অধিকারী ।’’

অন্যদিকে, বিজেপি বিধায়ক তথা বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানান, এ বিষয়ে যা বলার শুভেন্দু অধিকারীই বলবেন । তবে এক্ষেত্রে বিরোধী দলনেতার অনুমানই ঠিক হয়েছে । তৃণমূলের বেশি কথা না বলে উচিত কে ভোট দিলেন, তা খুঁজে বের করা ।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনের দিনই বিরোধী দলনেতা এক হেভিওয়েট দলবদলু নেতার দিকে আঙুল তুলেছিলেন । ঘনিষ্ঠ মহলে তিনি দাবি করেছিলেন, ওই নেতা নাকি বিজেপির পক্ষে ভোট দিয়েছেন ৷ প্রশ্ন হল, তৃণমূলে যাওয়া ওই নেতার ভোট কি পেলেন দ্রৌপদী মুর্মু । এর উত্তর অবশ্য দেননি বিরোধী দলের মুখ্য সচেতক ।

ঠিক তখনই পাশ দিয়ে অপর এক বিজেপি নেতা বলে ওঠেন, ‘‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি ।’’

আরও পড়ুন :Cross Voting in Presidential Election: রাষ্ট্রপতি নির্বাচনে বাংলা বিধানসভায় ক্রস ভোটিং, প্রশ্ন শাসক দলের অন্দরে

Last Updated : Jul 22, 2022, 7:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details