পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee Calls Party Meeting : শনিবার কালীঘাটে দলের জরুরি বৈঠক ডাকলেন মমতা - TMC Supremo Mamata Banerjee

তৃণমূল সূত্রে খবর, শনিবার কালীঘাটে বিকেল পাঁচটায় এই বৈঠক ডেকেছেন মমতা (TMC Supremo Mamata Banerjee) ৷

Mamata Banerjee Calls Party Meeting
শনিবার কালীঘাটে দলের জরুরি বৈঠকের ডাক মমতার

By

Published : Feb 11, 2022, 5:19 PM IST

Updated : Feb 11, 2022, 6:15 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : পৌরভোটের প্রার্থী তালিকা নিয়ে দলের অন্দরে তৈরি হওয়া সংঘাত ও আইপ্যাকের সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের দূরত্ব বৃদ্ধির জল্পনার মধ্যেই দলের জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee) ৷ তৃণমূল সূত্রে খবর, শনিবার কালীঘাটে বিকেল পাঁচটায় এই বৈঠক ডেকেছেন মমতা ৷ সেখানে হাজির থাকতে বলা হয়েছে দলের সমস্ত শীর্ষ নেতাকে ৷ চলতি পরিস্থিতিতে এই বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

গত কয়েকদিনের ঘটনাক্রমের দিকে তাকালে দেখা যাবে, তৃণমূলের অন্দরেই একাধিক অস্বস্তিকর পরিস্থিতি ও সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে ৷ পৌরভোটে তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ নিয়ে ঘাসফুলের অন্দরে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা নিয়ে বার্তা দিতে হয়েছিল স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর সই করা প্রার্থী তালিকা না দিয়ে কেন দলের ওয়েবসাইটে ভুল তালিকা দেওয়া হল, তা নিয়ে ক্ষুব্ধ হয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ প্রশান্ত কিশোরের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের ভূমিকা নিয়েও দলের অন্দরে ক্ষোভ ছড়ায় বলে খবর ৷ প্রার্থীতালিকা নিয়ে বিভ্রান্তি কাটাতে স্বয়ং মমতাকে বলতে হয়েছিল, "সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের সই করা তালিকাই চূড়ান্ত ৷"

আরও পড়ুন : 'এক ব্যক্তি এক পদ' তৃণমূল ও দলনেত্রী অনুমোদন করে না : ফিরহাদ

এই বিতর্কের রেশ এতদূর গড়িয়েছে যে, আইপ্যাকের সঙ্গে তৃণমূলের চুক্তি বাতিল হতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে ৷ এরই মধ্যে শুক্রবার আইপ্যাকের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আনফলো করে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ বিতর্কের জল আরও গড়ায় ৷ যদিও পরে আবার মমতাকে টুইটারে ফলো করা শুরু করে আইপ্যাক ৷ এরই মধ্যে দলবিরোধী মন্তব্যের জন্য শোকজ করা হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ৷ শুক্রবারই আবার দেখা যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একাধিক যুবনেতা সোশ্যাল মিডিয়ায় দলের মধ্যে এক ব্যক্তি এক পদ নীতির পক্ষে সওয়াল করেছেন ৷ যার প্রেক্ষিতে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম আবার বলেছেন, এক ব্যক্তি এক পদ নীতি দল ও তৃণমূল নেত্রী অনুমোদন করেন না ৷

তৃণমূলের অন্দরে চাপা গুঞ্জন, দল পরিচালনা নিয়ে তৃণমূলের শীর্ষ প্রবীণ নেতাদের সঙ্গে নতুন প্রজন্মের নেতাদের মতানৈক্য তৈরি হয়েছে ৷ দলের সাধারণ সম্পাদক পদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়তে চান বলেও রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে ৷ এই অবস্থায় শনিবার মমতার এই জরুরি বৈঠকের ডাক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যদের উপস্থিত থাকার কথা ৷ থাকার কথা অভিষেকের ৷ বৈঠকে দল পরিচালনায় মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Feb 11, 2022, 6:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details