কলকাতা, 6 এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস (TMC Submits Complaints against Suvendu Adhikari in ECI) ৷ শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) এই অভিযোগ জানিয়েছেন ৷ তৃণমূলের দাবি, বালিগঞ্জে উপ নির্বাচনে (Ballygunge Bye Election 2022) প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন শুভেন্দু ৷ তিনি পুলিশের বিরুদ্ধেও হুমকি দিয়েছেন ৷ তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ৷
সংবাদসংস্থা এএনআই-এর করা টুইট অনুযায়ী, আজ বুধবার কুণাল ঘোষ দেখা করেন পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে ৷ তাঁর কাছেই শুভেন্দু অধিকারীর (Bengal LoP Suvendu Adhikari) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷