পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC Protest: মুড়ি নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের

মঙ্গলবার রাজ্যসভা (Rajya Sabha) থেকে সাতজন তৃণমূল সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয় ৷ বুধবার কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল তৃণমূল (Trinamool Congress) ৷

TMC Staged Sit In Protest Outside Parliament
TMC Protest: মুড়ি নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের

By

Published : Jul 27, 2022, 6:01 PM IST

নয়াদিল্লি, 27 জুলাই : সংসদ চত্বরে গান্ধি মূর্তির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা (TMC Staged Sit In Protest Outside Parliament) ৷ মঙ্গলবার রাজ্যসভা (Rajya Sabha) থেকে সাতজন তৃণমূল সাংসদকে সাসপেন্ড (TMC MPs Suspension Issue) করা হয় ৷ তারই প্রতিবাদে বুধবার বিক্ষোভ দেখায় তৃণমূল (Trinamool Congress) ৷

পরে এই নিয়ে টুইট করা হয় তৃণমূলের তরফে ৷ সেখানে লেখা হয়, সাংসদদের সাসপেন্ড করার বদলে মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার আলোচনা করতে পারে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 21 জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি ইস্যুতে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (TMC Chief Mamata Banerjee) ৷ বিশেষ করে মুড়ির উপর জিএসটি (GST) বসানো নিয়েই সরব হয়েছিলেন তিনি ৷

এদিন নয়াদিল্লিতে তৃণমূল কংগ্রেসের সাংসদরাও মুড়ি নিয়ে বিক্ষোভ দেখান ৷

আরও পড়ুন :Mamata Dares Centre: মহারাষ্ট্রের মতোই বাংলাতেও সরকার ফেলতে চাইছে বিজেপি: মমতা

ABOUT THE AUTHOR

...view details