কলকাতা, 12 জুলাই:যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) অপদস্ত করছে তৃণমূল (TMC slams Dilip Ghosh)৷ বিজেপি সর্বভারতীয় সহ সভাপতির এই বক্তব্যের কড়া সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যসভার সংসদ শান্তনু সেন (Santunu Sen)।
এ দিন বাইপাসের ধারের এক বিলাসবহুল হোটেলে বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (President Election 2022)। এই বৈঠকেই যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । সেখানে তিনি অভিযোগ করেন, যশবন্ত সিনহাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করলেও তাঁকে এ রাজ্যে আসতে দেওয়া হচ্ছে না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী হিসেবে দাঁড় করালেও নিজেই আবার বলছেন, দ্রৌপদী মুর্মু নিয়ে আগে তাঁর সঙ্গে কথা বলা হলে তিনি এ বিষয়ে ভাবনা চিন্তা করতেন । আর এই অবস্থাতে তৃণমূলের অভ্যন্তরে বাড়ছে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থীর পক্ষে সমর্থন ।
মঙ্গলবার দিলীপ ঘোষের এই বক্তব্যের কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যসভার সংসদ শান্তনু সেন । তিনি বলেন, দিলীপ ঘোষ নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এ সব কথা বলছেন । যশবন্ত সিনহা একজন আপাদমস্তক রাজনৈতিক নেতা । তিনি অটলবিহারী বাজপেয়ির সময়ে দলে থাকলেও, মোদিজির সময় বিজেপি ত্যাগ করে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি আলাদা । বিজেপির স্বরূপ সম্পর্কে তাঁকে আলাদা করে অবহিত করার কিছু নেই । তিনি এও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কেমন মানুষ । তিনি ভালোভাবেই জানেন, মমতা ও তাঁর দলের 100 শতাংশের সমর্থন তিনি পাবেন । তাই আলাদা করে বাংলায় এসে প্রচারের প্রয়োজন নেই ।